কলকাতা

কর্মসংস্থানে মোদির ঢক্কানিনাদ সার, স্পষ্ট আরটিআইতে, সরকারি শূন্যপদই ১০ লক্ষ!

দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি: ফি বছর কর্মসংস্থান নিয়ে গালভরা একাধিক প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নির্বাচন এলে কর্মসংস্থান সংক্রান্ত ঢক্কানিনাদও লাফিয়ে বাড়ে বিজেপির প্রচারে। কিন্তু বাস্তবে পুরোটাই যে ফাঁকা কলসি, তা আরও একবার প্রমাণ হল আরটিআইতে। হিসেব দিয়ে খোদ মোদি সরকারই জানাল, কেন্দ্রীয় সরকারি দপ্তর এবং মন্ত্রকে শূন্যপদ রয়েছে প্রায় ১০ লক্ষ! সুনির্দিষ্টভাবে বললে এই শূন্যপদের সংখ্যা ৯ লক্ষ ৬৪ হাজার ৩৫৯। 
২০১৪ সাল থেকেই কর্মসংস্থান নিয়ে বিজেপির আকাশকুসুম প্রচার চলছে। নরেন্দ্র মোদি বারবার দাবি করেছিলেন, ক্ষমতায় এলেই প্রতি বছর ২ কোটি করে চাকরি হবে। ১০ বছর পরও অবশ্য সেই দাবির ধারেকাছে সরকারি পরিসংখ্যান পৌঁছতে পারেনি। চব্বিশের লোকসভা ভোটের কয়েক মাস আগে থেকে শাসক দলের প্রচার শুরু হয়েছিল নতুন করে। বছরে ১০ লক্ষ সরকারি চাকরির। সেইসব অবশ্য থেমে গিয়েছে ভোট মিটতেই। তাহলে কি দেশের বেকারত্ব ঘুচেছে? 
কেন্দ্রীয় সরকারের বিভিন্ন শূন্যপদের খতিয়ান জানতে চেয়ে তথ্য জানার অধিকার (আরটিআই) বলে আবেদন করেছিলেন জনৈক চন্দ্রশেখর গৌড়। গত ৮ অক্টোবর সেই জবাব দিয়েছে কেন্দ্র। ওই আরটিআইয়ের জবাবে ‘ডিপার্টমেন্ট অব এক্সপেনডিচার’ উল্লেখ করেছে ১০ লক্ষ শূন্যপদের। মন্ত্রক এবং কেন্দ্রীয় সরকারি দপ্তর মিলিয়ে মোট ৭৯টি ডিপার্টমেন্টের অনুমোদিত পদ এবং কর্মরতদের সংখ্যার উল্লেখ করা হয়েছে ওই আরটিআই জবাবে। রেলে তিন লক্ষেরও বেশি, ডাক বিভাগে প্রায় এক লক্ষ, ডিফেন্সে দু’লক্ষেরও বেশি পদ শূন্য রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকে এহেন শূন্যপদের সংখ্যা এক লক্ষেরও বেশি। নজর করার মতো ব্যাপার হল, আরটিআইয়ের জবাব গত ৮ অক্টোবর দেওয়া হয়েছে। আর এই পরিসংখ্যান দেওয়া হয়েছে ২০২২ সালের ১ মার্চ পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে। বিশেষজ্ঞ মহলের মতে, এর অর্থ একটিই। পরবর্তী প্রায় আড়াই বছরে মন্ত্রক এবং কেন্দ্রীয় দপ্তরে শূন্যপদের পরিসংখ্যান ‘আপডেট’ই করেনি মোদি সরকার! তাহলে কি বাস্তবে এই শূন্যপদের সংখ্যা আরও অনেক গুণ বেশি? 
8h 8m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শরিকি সম্পত্তি মামলায় ফল অনুকূল হতে পারে। উচ্চশিক্ষা ও বিজ্ঞান গবেষণায় উন্নতির যোগ। অর্থাগম হবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৩ টাকা৮৪.৯৭ টাকা
পাউন্ড১০৭.৮৭ টাকা১১১.৬৫ টাকা
ইউরো৮৯.৬৮ টাকা৯৩.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা