কলকাতা

স্টেশন সংলগ্ন দু’টি বাড়িতে আগুন, কোনওক্রমে প্রাণে বাঁচলেন প্যান্ট্রি কারের কর্মীরা

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সোমবার ভোরে সাঁতরাগাছি রেল স্টেশন সংলগ্ন এলাকায় পরপর দু’টি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই বাড়ি দু’টিতে ভাড়া থাকতেন কেলের প্যান্ট্রি কারের কর্মীরা। আগুনের আঁচ পেয়ে তাঁরা দুরদার করে ঘরের বাইরে বেরিয়ে আসেন। এই ঘটনায় কেউ হতাহত না হলেও দু’টি বাড়িই সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। দমকলের দু’টি ইঞ্জিন প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সাঁতরাগাছি স্টেশন থেকে কিছুটা দূরে রেললাইনের পাশে ওই বাড়ি দু’টিই ছিল রেলের প্যান্ট্রি কারের কর্মীদের আশ্রয়স্থল। সেখানে তাঁরা নিজেরাই রান্না করে খেতেন। এদিন ভোর ৪টে নাগাদ টিনের ছাউনি দেওয়া বাড়ি দু’টিতে আচমকা আগুন লাগে। সেখানে বিভিন্ন দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। মূলত শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক তদন্তে মনে করছে দমকল। অগ্নিদগ্ধ বাড়ির বাসিন্দা রাজেন্দ্র পান্ডে বলেন, ‘আমরা সবাই তখন ঘুমোচ্ছিলাম। আচমকা ধোঁয়া ছড়িয়ে পড়ে ঘরের ভিতরে। প্রথমে আমরাই আগুন নেভানোর চেষ্টা করি। এরপর প্রাণ বাঁচাতে বাইরে বেরিয়ে আসি।’ দমকল সূত্রে জানা গিয়েছে, দু’টি বাড়ি থেকে অক্ষত অবস্থায় গ্যাস ভর্তি তিনটি সিলিন্ডার উদ্ধার করা হয়েছে। সময়মতো আগুন নেভানো না গেলে ওই সিলিন্ডার বিস্ফোরণ হতে পারত। এলাকাটি ঘিঞ্জি হওয়ার কারণে সেক্ষেত্রে অনেকেরই প্রাণহানির আশঙ্কা ছিল। 
8h 8m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শরিকি সম্পত্তি মামলায় ফল অনুকূল হতে পারে। উচ্চশিক্ষা ও বিজ্ঞান গবেষণায় উন্নতির যোগ। অর্থাগম হবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৩ টাকা৮৪.৯৭ টাকা
পাউন্ড১০৭.৮৭ টাকা১১১.৬৫ টাকা
ইউরো৮৯.৬৮ টাকা৯৩.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা