বিদেশ

হাসিনার পদত্যাগের নথি নেই, মন্তব্য বাংলাদেশের রাষ্ট্রপতির, পাল্টা সরব তদারকি সরকারের আইনি উপদেষ্টা

ঢাকা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্তফা নিয়ে রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিনের মন্তব্য ঘিরে চাঞ্চল্য তৈরি হল বাংলাদেশে। সাহাবুদ্দিন জানিয়েছেন, অনেক খুঁজেও তিনি শেখ হাসিনার পদত্যাগপত্র হাতে পাননি। এরপরেই তাঁর সংযোজন, মনে হয় পদত্যাগপত্র জমা দেওয়ার সময় পাননি হাসিনা। তাঁর এই মন্তব্য ঘিরে উত্তাল পড়শি দেশ। হাসিনার দেশ ছাড়ার পরে তাঁর ছেলে সজীব আহমেদ জয়ও দাবি করেছিলেন, হাসিনা পদত্যাগ করেননি। সাহাবুদ্দিনের কথার অর্থ, এখনও খাতায় কলমে বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছেন হাসিনাই। আর তদারকি সরকার বেআইনি। সাহাবুদ্দিনের এই মন্তব্য সামনে আসার পরেই তাঁকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন তদারকি সরকারের আইনি উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তাঁর সাফ কথা, ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন যে মন্তব্য করেছেন তা ‘মিথ্যাচার’। তাঁর কথায়, ‘রাষ্ট্রপতি নিজেই ৫ আগস্ট রাত ১১টা ২০ মিনিটে তিন বাহিনীর প্রধানকে পিছনে নিয়ে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী ওঁর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং উনি তা গ্রহণ করেছেন। তাই তাঁর সাম্প্রতিক মন্তব্য ওঁর শপথ লঙ্ঘনের শামিল।’ 
‘মানব জমিন’ সংবাদপত্রের রাজনৈতিক ক্রোড়পত্র ‘জনতার চোখ’-এ সাহাবুদ্দিন দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন। রবিবারই তা প্রকাশিত হয়েছে। ৫ আগস্ট হাসিনা দেশ ছাড়েন। সেই দিনের ঘটনাক্রম তুলে ধরেছেন সাহাবুদ্দিন। তাঁর কথায়, ‘সেদিন সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে রাষ্ট্রপতি ভবনে একটি ফোন আসে। তাতে বলা হয়, প্রধানমন্ত্রী দেখা করতে চান। সেই মতো প্রস্তুতি শুরু হয়। প্রায় এক ঘণ্টা পরে একটি ফোনে বলা হয় প্রধানমন্ত্রী আসছেন না।’ এরপরেই আরও বড় তথ্য ফাঁস করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। তিনি আরও বলেন, বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানই প্রথম হাসিনার পদত্যাগের কথা টেলিভিশনে জানিয়েছিলেন। সেই ওয়াকারও তাঁকে নাকি বলেছেন, ‘হাসিনার পদত্যাগের কথা আমিও শুনেছি।’
এরপরেই তদারকি সরকারের হয়ে সাফাই দিয়েছেন রাষ্ট্রপতি। তিনি বলেন, মহম্মদ ইউনুসের নেতৃত্বে তদারকি সরকার গঠনে বেআইনি কিছু নেই। তাঁর কথায়, ‘আসল কথা হল প্রধানমন্ত্রী দেশ ছেড়েছেন। হাসিনার দেশ ছাড়ার পরে আমি সুপ্রিম কোর্টের মতামত জানতে চেয়েছিলাম। ৮ আগস্ট তৎকালীন প্রধান বিচারপতি ওবাইদুল হোসেন অন্তর্বর্তী সরকার গঠন করা যেতে পারে বলে পরামর্শ দেন। সাংবিধানিক সঙ্কট কাটিয়ে এই সরকার প্রশাসনিক দায়িত্ব পূর্ণভাবে পালন করতে পারবে বলে তিনি জানিয়েছিলেন।’ 
8h 8m ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শরিকি সম্পত্তি মামলায় ফল অনুকূল হতে পারে। উচ্চশিক্ষা ও বিজ্ঞান গবেষণায় উন্নতির যোগ। অর্থাগম হবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৩ টাকা৮৪.৯৭ টাকা
পাউন্ড১০৭.৮৭ টাকা১১১.৬৫ টাকা
ইউরো৮৯.৬৮ টাকা৯৩.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা