বিদেশ

নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা

জেরুজালেম: ইজরায়েলি হানায় মৃত্যু হয়েছে হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের। তার কয়েকদিনের মধ্যেই ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে চলল ড্রোন হামলা। উত্তর ইজরায়েলের সিজারিয়া শহরে নেতানিয়াহুর বাসভবন। প্রধানমন্ত্রীর মুখপাত্র জানান, শনিবার লেবানন থেকে তিনটি ড্রোন ছোড়া হয়। প্রত্যেকটি ইজরায়েলের নিশ্ছিদ্র ‘আয়রন ডোম’ ব্যবস্থাকে ফাঁকি দিয়ে মূল ভূখণ্ডে প্রবেশ করে। দু’টি ড্রোনকে শেষপর্যন্ত ধ্বংস করতে সক্ষম হয় ইজরায়েলি বাহিনী। তৃতীয়টি নেতানিয়াহুর বাসভবনে আছড়ে পড়ে। বিস্ফোরণের জেরে কেঁপে ওঠে গোটা এলাকা। তবে হামলার সময় বাসভবনে ছিলেন না ইজরায়েলের প্রধানমন্ত্রী। ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি। আসলে সিজারিয়া শহরে রয়েছে নেতানিয়াহুর নিজের বাড়ি। সেখানে স্ত্রীকে নিয়ে মাঝে মধ্যেই যান নেতানিয়াহু। স্বাভাবিকভাবেই হিজবুল্লার হামলা তাঁকে ও স্ত্রীকে হত্যার চেষ্টা হিসেবেই দেখছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। ঘটনার পরেই হিজবুল্লাকে হুঁশিয়ারি দিয়ে নেতানিয়াহু বলেন, ‘আমাকে এবং আমার স্ত্রীকে হত্যার চেষ্টা বিরাট ভুল। যে বা যাঁরা ইজরায়েলের নাগরিকদের ক্ষতি করবে, তাদের মূল্য চোকাতে হবে।’ এখনও পর্যন্ত এই হামলা নিয়ে কোনও মন্তব্য করেনি ইরান মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা। হামাস প্রধানের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই নেতানিয়াহুর দেশকে কড়া জবাবের হুঁশিয়ারি দিয়ে রেখেছিল হিজবুল্লা ও ইরান। শনিবার ফের তেল আভিভকে স্পষ্ট বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। বিবৃতি দিয়ে তিনি বলেন, ‘সিনওয়ারের মৃত্যু সত্যিই খুব বড় ক্ষতি। কিন্তু এর মাধ্যমে আমাদের এই প্রতিরোধ আটকানো যাবে না। একাধিক শীর্ষ নেতার মৃত্যু হওয়া সত্ত্বেও আক্রমণ থেমে থাকেনি। হামাস বেঁচে আছে, হামাস এগিয়ে চলবে।’ এদিকে, শনিবার উত্তর ইজরায়েলজুড়ে হামলা চালাল হিজবুল্লা। নানা এলাকায় আছড়ে পড়ে শতাধিক ক্ষেপণাস্ত্র। মৃত ১ এবং আহত কমপক্ষে ১৩। -ফাইল চিত্র
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শরিকি সম্পত্তি মামলায় ফল অনুকূল হতে পারে। উচ্চশিক্ষা ও বিজ্ঞান গবেষণায় উন্নতির যোগ। অর্থাগম হবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৩ টাকা৮৪.৯৭ টাকা
পাউন্ড১০৭.৮৭ টাকা১১১.৬৫ টাকা
ইউরো৮৯.৬৮ টাকা৯৩.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা