বিদেশ

বাংলাদেশের সীমানায় ঢুকে যাচ্ছে ভারতের ট্রলার, রুখতে বিজ্ঞপ্তি জারি মৎস্যদপ্তরের

সংবাদদাতা, কাকদ্বীপ: ভারতের প্রায় ৪০টি জলযানকে বাংলাদেশের জল সীমানার ভিতরে মাছ ধরতে দেখা গিয়েছে। ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর পক্ষ থেকে সেই তথ্য মৎস্যদপ্তরকে জানানো হয়েছে। জানা গিয়েছে, বাংলাদেশের জল সীমানার ভিতরে ৪০ নটিক্যাল মাইল পর্যন্ত ওই জলযানগুলিকে মাছ ধরতে দেখা গিয়েছে। এই তথ্য জানার পরই মৎস্য দপ্তরের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের সব মৎস্যজীবী সংগঠনকে ও প্রশাসনিক আধিকারিকদের সতর্ক করা হয়েছে। এনিয়ে মৎস্য দপ্তরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। বাংলাদেশের জল সীমানার ভিতরে থাকা সব জলযানগুলিকে দ্রুত ভারতীয় সীমান্তে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। সেগুলি শীঘ্রই ভারতীয় সীমান্তে ফিরে না এলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।
এদিকে বুধবারের পর শুক্রবারও বাংলাদেশের নৌবাহিনী ভারতীয় ট্রলারকে আটক করেছে বলে জানা গিয়েছে। তবে কতগুলি ট্রলারকে আটক করা হয়েছে ও কতজন মৎস্যজীবী সেখানে রয়েছেন, সরকারিভাবে সেই তথ্য এখনও জানা যায়নি। এবিষয়ে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, বুধবার দুটি ভারতীয় ট্রলারকে বাংলাদেশের নৌবাহিনী আটক করেছিল। সেই দু’টি ট্রলারে ৩১ জন মৎস্যজীবী রয়েছেন। একটি সূত্র মারফত জানা গিয়েছে, শুক্রবারও বাংলাদেশের নৌবাহিনী আরও ভারতীয় ট্রলার আটক করেছে। তবে কতজন মৎস্যজীবীকে আটক করা হয়েছে, তা এখনও জানা যায়নি। বাংলাদেশে আটক হওয়া ট্রলার ও মৎস্যজীবীদের ভারতে ফিরিয়ে আনার জন্য প্রক্রিয়া শুরু করা হয়েছে।
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শরিকি সম্পত্তি মামলায় ফল অনুকূল হতে পারে। উচ্চশিক্ষা ও বিজ্ঞান গবেষণায় উন্নতির যোগ। অর্থাগম হবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৩ টাকা৮৪.৯৭ টাকা
পাউন্ড১০৭.৮৭ টাকা১১১.৬৫ টাকা
ইউরো৮৯.৬৮ টাকা৯৩.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা