বিদেশ

বিচারপতিদের অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে

ঢাকা: বাংলাদেশে বিচার বিভাগে অনিয়ম খতিয়ে দেখা বা বিচারপতিদের ছাঁটাইয়ের ক্ষেত্রে নাক গলাতে পারবে না আইন বিভাগ। এই ক্ষমতা শুধুমাত্র সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের। শেখ হাসিনা জমানার সংবিধান সংশোধনকে বেআইনি আখ্যা দিয়ে রবিবার জানিয়ে দিল সেদেশের সুপ্রিম কোর্ট। সেইসঙ্গে বিচারপতিদের সরানোর অধিকার সংসদের হাতে তুলে দেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তাও বেআইনি বলে খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। আইনজীবী রুহুল কুদ্দুস জানিয়েছেন, এদিন প্রধান বিচারপতি সইদ রেফাত আহমেদের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ছ’সদস্যের বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। 
হাসিনা সরকারের আমলে বিচারকদের ছেঁটে ফেলার অধিকার জাতীয় সংসদের হাতে তুলে দিতে ১৬তম সংবিধান সংশোধন করা হয়েছিল। খর্ব করা হয় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ক্ষমতা।  যার নেতৃত্বে থাকেন শীর্ষ আদালতের বিচারপতিরা। এদিনের নির্দেশে সেই ২০১৪ সালের সংবিধান সংশোধনও খারিজ হয়ে গেল। প্রসঙ্গত, ২০১৬ সালেই সেটিকে অসাংবিধানিক আখ্যা দিয়েছিল হাইকোর্টের তিন সদস্যের বেঞ্চ। ২০১৭ সালের জানুয়ারি মাসে সেই রায়কে চ্যালেঞ্জ করে সরকার। সেবছরের জুলাই মাসে হাইকোর্টের পূর্ববর্তী রায়কে বহাল রাখে তৎকালীন প্রধান বিচারপতি সুরেন্দ্রকুমার সিনহার নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগের বেঞ্চ। তারাও ওই সংবিধান সংশোধনীকে ‘বেআইনি’ ঘোষণা করে। এই রায়কেও শীর্ষ আদালতে চ্যালেঞ্জ জানায় হাসিনা সরকার। রবিবার সেসংক্রান্ত সিদ্ধান্ত ঘোষণা করল সুপ্রিম কোর্ট।অভিযোগ, সংবিধান সংশোধনীকে বেআইনি ঘোষণা করায় হাসিনা সরকারের রোষের মুখে পড়েন বিচারপতি সিনহা। সময়ের আগেই তাঁকে অবসর নিতে বাধ্য করা হয় বলে অভিযোগ। তারপর থেকে দেশের বাইরেই  রয়েছেন তিনি।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শরিকি সম্পত্তি মামলায় ফল অনুকূল হতে পারে। উচ্চশিক্ষা ও বিজ্ঞান গবেষণায় উন্নতির যোগ। অর্থাগম হবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৩ টাকা৮৪.৯৭ টাকা
পাউন্ড১০৭.৮৭ টাকা১১১.৬৫ টাকা
ইউরো৮৯.৬৮ টাকা৯৩.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা