খেলা

ক্রিকেট, কুস্তি, ব্যাডমিন্টনের মতো খেলাগুলি বাদ পড়ল ২০২৬ কমনওয়েলথ গেমস থেকে

গ্লাসগো, ২২ অক্টোবর: ভারতের জন্য খারাপ খবর। ২০২৬-এর কমনওয়েলথ গেমস থেকে বাদ পড়ল ক্রিকেট, কুস্তির মতো খেলাগুলি। আজ, মঙ্গলবার কমনওয়েলথ গেমসের আয়োজকরা এমনটাই জানিয়েছেন। শুধুই ক্রিকেট কিংবা কুস্তি নয় ২০২৬-এর কমনওয়েলথ গেমস থেকে বাদ পড়েছে হকি, ব্যাডমিন্টন, স্কোয়াস, টেবিল টেনিসের মতো খেলাগুলিও। আর তাতেই সিঁদুরে মেঘ দেখছে ভারত। কারণ এই খেলাগুলির বিভিন্ন বিভাগেই পদক জয়ের রেকর্ড রয়েছে ভারতের। ২০২২ সালের কমনওয়েলথ গেমসে ভারতীয় প্রতিযোগিরা ৬১ পদক জিতেছিল। যার মধ্যে ২২টি ছিল সোনার পদক। বেশিরভাগ পদক ভারতের ঝুলিতে এসেছিল কুস্তি(১২), বক্সিং ও টেবিল টেনিস(৭টি করে), ব্যাডমিন্টন(৬), হকি ও স্কোয়াস(২টি করে) ও ক্রিকেট থেকে। এখন দেখা যাচ্ছে, কমনওয়েলথ গেমসের আয়োজকরা ওই খেলাগুলির সিংহভাগই বাতিল করে দিয়েছে ২০২৬-এর ক্ষেত্রে। আর্থিক সঙ্কটের জেরে বাজেটে কাটছাঁট করতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে কমনওয়েলথ গেমসের আয়োজকরা। আগামী ২০২৬ সালে গ্লাসগোতে বসবে কমনওয়েলথ গেমসের আসর। ওই বছরের ২৩ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত চলবে কমনওয়েলথ গেমস। কোন কোন খেলাগুলি রাখা হচ্ছে কমনওয়েলথ গেমসে? তার তালিকা প্রকাশ করা হয়েছে। যাতে দেখা যাচ্ছে- বক্সিং, সুইমিং, জিমন্যাস্টিক্স, ট্র্যাক সাইক্লিং, নেটবল, ভারত্তোলন, জুডো, ৩X৩ বাস্কেটবলের মতো খেলাগুলি রয়েছে। ১৯৬৬-র পর এই প্রথম ব্যাডমিন্টনকে বাদ রাখা হয়েছে কমনওয়েলথ গেমস থেকে। গ্লাসগো কমনওয়েলথ গেমসে ৭৪টি দেশ থেকে মোট ৩০০০ জন প্রতিযোগি অংশগ্রহণ করছেন বলে জানা গিয়েছে।

 
10h 10m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শরিকি সম্পত্তি মামলায় ফল অনুকূল হতে পারে। উচ্চশিক্ষা ও বিজ্ঞান গবেষণায় উন্নতির যোগ। অর্থাগম হবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৩ টাকা৮৪.৯৭ টাকা
পাউন্ড১০৭.৮৭ টাকা১১১.৬৫ টাকা
ইউরো৮৯.৬৮ টাকা৯৩.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা