খেলা

বরুসিয়ার চ্যালেঞ্জ সামলাতে তৈরি রিয়াল

মাদ্রিদ: পাঁচ মাসের কম ব্যবধানে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আসরে ফের একবার মুখোমুখি হচ্ছে গতবারের দুই ফাইনালিস্ট রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ড। গত ১ জুন ইউরোপ সেরার খেতাবি লড়াইয়ে জার্মান প্রতিপক্ষকে হারিয়ে ১৫তম শিরোপা ঘরে তোলে মাদ্রিদের ক্লাবটি। নতুন মরশুমের শুরুটাও দারুণ করে তারা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে স্টুটগার্টের বিরুদ্ধে সহজ জয় তুলে নেয় রিয়াল। পরের ম্যাচেই অবশ্য হোঁচট খায় আলসেলোত্তি-ব্রিগেড। অ্যাওয়ে ম্যাচে লিলের কাছে বশ মানেন লুকা মডরিচরা। সেই ধাক্কা সামলে লা লিগায় শেষ দু’টি ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। মঙ্গলবার ঘরের মাঠে সেই ছন্দ ধরে রাখাই লক্ষ্য কার্লো আনসেলোত্তি-ব্রিগেডের। পক্ষান্তরে, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হারের জ্বালা মেটাতে মরিয়া বরুসিয়া।
চ্যাম্পিয়ন্স লিগ জয়ের লক্ষ্যে চলতি মরশুমে পিএসজি ছেড়ে রিয়ালে যোগ দিয়েছেন এমবাপে। সব টুর্নামেন্ট মিলিয়ে ১২ ম্যাচে আটবার জাল কাঁপিয়েছেন তিনি। পাশাপাশি চোট সারিয়ে গত ম্যাচে মাঠে ফিরেই স্কোরশিটে নাম তোলেন ভিনিসিয়াস। মঙ্গলবার আপফ্রন্টে এই জোড়া ফলাই ভরসা কোচ আনসেলোত্তির। তবে চলতি মরশুমে প্রায় প্রতি ম্যাচেই নিয়ম করে গোল হজম করছে রিয়াল ডিফেন্স। তাই বরুসিয়ার শক্তিশালী আক্রমণভাগের বিরুদ্ধে রক্ষণের পারফরম্যান্স কিছুটা চিন্তায় রাখবে রিয়াল টিম ম্যানেজমেন্টকে। অন্যদিকে, নতুন কোচ নুরি শাহিনের প্রশিক্ষণে মরশুমের শুরুটা ভালোই করেছে বরুসিয়া। বুন্দেশলিগায় সাত ম্যাচে চারটি জয় পেলেও, চ্যাম্পিয়ন্স লিগে প্রথম দু’টি লড়াইয়েই পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে তারা। টুর্নামেন্টের শেষ ম্যাচে সেল্টিককে সাত গোলের মালা পরিয়েছেন তাঁরা। তাই রিয়ালকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে তৈরি নুরি শাহিনের ছেলেরা।
দিনের অপর ম্যাচে ঘরের মাঠে শাখতার ডোনেস্কের মুখোমুখি হবে আর্সেনাল। ইউরোপ সেরার লড়াইয়ে প্রথম ম্যাচে আটালান্টার বিরুদ্ধে গোলশূন্য ড্র করার পর পিএসজি’কে ২-০ ব্যবধানে হারায় মিকেল আর্তেতার ছেলেরা। তবে প্রিমিয়ার লিগে শেষ ম্যাচে বোর্নমাউথের কাছে ০-২ গোলে বশ মানে গানাররা। তাই মঙ্গলবার ঘরের মাঠে জয়ের সরণিতে ফেরাই লক্ষ্য আর্সেনালের। পাশাপাশি জয়ে ফিরতে মরিয়া পিএসজি। মঙ্গলবার ঘরের মাঠে পিএসভি’র মুখোমুখি হবে প্যারিসের ক্লাবটি। ধারেভারে অনেকটাই পিছিয়ে থাকা প্রতিপক্ষের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় তুলে নেওয়াই লক্ষ্য কোচ লুই এনরিকের।
8h 8m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শরিকি সম্পত্তি মামলায় ফল অনুকূল হতে পারে। উচ্চশিক্ষা ও বিজ্ঞান গবেষণায় উন্নতির যোগ। অর্থাগম হবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৩ টাকা৮৪.৯৭ টাকা
পাউন্ড১০৭.৮৭ টাকা১১১.৬৫ টাকা
ইউরো৮৯.৬৮ টাকা৯৩.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা