খেলা

সতর্ক থাকতে চাইছেন লাথাম

বেঙ্গালুরু: জয়ের উৎসবের মধ্যেও সতর্কতার সুর নিউজিল্যান্ড শিবিরে। তিন টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েও সাবধানী অধিনায়ক টম লাথাম। তিনি ফোকাস ধরে রাখতে চাইছেন। লাথামের কথায়, ‘দীর্ঘ ৩৬ বছর পর আমরা এদেশে টেস্ট ম্যাচ জিতলাম। এটা অবশ্যই স্পেশাল অনুভূতি। সবার জন্যই গর্বের মুহূর্ত। আমরা নিশ্চয়ই উৎসবে মেতে উঠব। তবে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যেই ঝাঁপাবে ভারত। ওদের দলে সেই মশলা রয়েছে। আমাদের তাই সতর্ক থাকতে হবে। কারণ সামনে কঠিন চ্যালেঞ্জ। আত্মতুষ্ট দিলে চলবে না।’
তিন পেসার উইলিয়াম ও’রৌরকি, ম্যাট হেনরি ও টিম সাউদিকে কৃতিত্ব দিয়েছেন লাথাম। অধিনায়কের কথায়, ‘শনিবার দ্বিতীয় নতুন বল হাতে আমাদের পেসাররা অসাধারণ বল করেছে। ওরা ভারতীয় ব্যাটারদের কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। ফলে আমাদের ১০৭ রানের বেশি তাড়া করতে হয়নি।’ ম্যাচের সেরা রাচীন রবীন্দ্র বলেছেন, ‘আমি চেন্নাইয়ে বিভিন্ন রকম পিচে স্পিনের বিরুদ্ধে প্রস্তুতি নিয়েছি। লাল মাটির পিচ, কালো মাটির পিচে খেলেছি। প্রতিদিন নেটে ঘাম ঝরিয়েছি ঘণ্টার পর ঘণ্টা। তাই কীভাবে স্পিন সামলাব, কখন সামনের পায়ে যাব, কখন ব্যাকফুটে আসব, তা স্পষ্ট ছিল। সবসময় বড় শট মারতে যাইনি। খুচরো রানে সচল রেখেছি বোর্ড।’ পঞ্চম দিনের স্কোর: লাথাম এলবিডব্লু বো বুমরাহ ০, কনওয়ে এলবিডব্লু বো বুমরাহ ১৭, ইয়ং অপরাজিত ৪৮, রাচীন অপরাজিত ৩৯, অতিরিক্ত ৬, মোট ২৭.৪ ওভারে ২ উইকেটে ১১০। বোলিং: বুমরাহ ৮-১-২৯-২, সিরাজ ৭-৩-১৬-০, জাদেজা ৭.৪-১-২৮-০, কুলদীপ ৩-০-২৬-০, অশ্বিন ২-০-৬-০।
নিউজিল্যান্ড জয়ী ৮ উইকেটে। ম্যাচের সেরা- রাচীন রবীন্দ্র।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শরিকি সম্পত্তি মামলায় ফল অনুকূল হতে পারে। উচ্চশিক্ষা ও বিজ্ঞান গবেষণায় উন্নতির যোগ। অর্থাগম হবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৩ টাকা৮৪.৯৭ টাকা
পাউন্ড১০৭.৮৭ টাকা১১১.৬৫ টাকা
ইউরো৮৯.৬৮ টাকা৯৩.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা