খেলা

একটা হারে সব শেষ হয়ে যায়নি, মন্তব্য রোহিতের

বেঙ্গালুরু: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে হারলেও আগ্রাসনের নীতি থেকে সরছে না ভারত। অধিনায়ক রোহিত শর্মা রবিবার সাফ জানিয়ে দিয়েছেন যে, এই একটা পরাজয় দিয়ে নিজেদের মূল্যায়নে আপত্তি রয়েছে তাঁর। তিনি বলেছেন, ‘একটা ম্যাচের হার কিংবা একটা সিরিজ খোয়ানোর আশঙ্কায় নিজেদের মানসিকতা বদলাতে রাজি নই। এই পরাজয় নিয়ে খুব একটা মাথাও ঘামাচ্ছি না। কারণ প্রথম ইনিংসে তিন ঘণ্টার ব্যাটিং ব্যর্থতা আমাদের যথার্থ ছবি তুলে ধরছে না। ওই ৪৬ রানে ভেঙে পড়ার ভিত্তিতে ক্রিকেটারদের দক্ষতার বিচার করলে ভুল হবে। দ্বিতীয় ইনিংসেই আমরা ব্যাট হাতে দারুণ লড়েছি। একটা সময় তো আমরা রীতিমতো দাপট দেখিয়েছি। সাড়ে তিনশো রানের ঘাটতি নিয়ে এভাবে খেলা তারিফযোগ্য। আসলে ছোট ছোট ভুলের মাসুল দিতে হয়েছে আমাদের। অবশ্য তার মানে এই নয় যে, সবকিছু শেষ হয়ে গেল।’ 
কিউয়িদের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজে সমতা ফেরানোর ব্যাপারে আত্মবিশ্বাসী রোহিত। উদাহরণস্বরূপ চলতি বছরের গোড়ায় ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রসঙ্গ টেনেছেন তিনি। সেবার প্রথম টেস্টে পিছিয়ে পড়ার পর টানা চার ম্যাচে বেন স্টোকস বাহিনীকে হারিয়েছিল টিম ইন্ডিয়া। রোহিত বলেছেন, ‘এমন ধরনের পরাজয় ঘটতেই পারে। সেই ধাক্কা সামলে এগতে হবে আমাদের। ইংল্যান্ডের বিরুদ্ধে যেমন একটা ম্যাচ হেরেও দাপটে সিরিজ জিতেছিলাম। জানি, জেতার জন্য ঠিক কী করতে হবে। আমরা মোটেই আতঙ্কিত নই। কীভাবে দ্বিতীয় টেস্ট জিতব, সেটাতেই এখন নজর।’
সরফরাজ খানের দুরন্ত সেঞ্চুরি ও ঋষভ পন্থের লড়াকু ইনিংসের প্রশংসা করেছেন রোহিত। ডান পায়ে চোট নিয়েও ব্যাট করা পন্থ সম্পর্কে তাঁর মন্তব্য, ‘দুর্ঘটনার পর কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছে পন্থ। হাঁটুতে বড়সড় অস্ত্রোপচার হয়েছিল। তাই ওকে নিয়ে বাড়তি যত্নশীল হওয়া জরুরি।’ দলের স্পিনারদের পাশেও দাঁড়িয়েছেন রোহিত। বলেছেন, ‘ভারতের মাটিতে বিদেশি ব্যাটসম্যানরা রকমারি শট খেলতে চায় স্পিনারদের বিরুদ্ধে। ইংল্যান্ড সিরিজে অলি পোপ যেমন অন্যরকম ভাবে ব্যাট করেছিল। এই টেস্টে রাচীন রবীন্দ্রও বেশকিছু চমকপ্রদ শট মেরেছে। স্পিনাররা কী করতে চাইছে সেটা বুঝে ব্যাট করেছে। তবে এমন পরিস্থিতিতে কী করা উচিত সেটা আমাদের বোলাররা জানে।’ এদিকে, রবিবার চিন্নাস্বামী স্টেডিয়ামে নেটে বল করতে দেখা গেল মহম্মদ সামিকে। তাঁর বিরুদ্ধে ব্যাট হাতে ছিলেন শুভমান গিল। ফলে, দ্বিতীয় টেস্টে গিল খেলতে পারেন বলেই ধারণা ক্রিকেট মহলে।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শরিকি সম্পত্তি মামলায় ফল অনুকূল হতে পারে। উচ্চশিক্ষা ও বিজ্ঞান গবেষণায় উন্নতির যোগ। অর্থাগম হবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৩ টাকা৮৪.৯৭ টাকা
পাউন্ড১০৭.৮৭ টাকা১১১.৬৫ টাকা
ইউরো৮৯.৬৮ টাকা৯৩.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা