খেলা

সেভিয়াকে হারিয়ে শীর্ষেই বার্সা

বার্সেলোনা: বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে বার্সেলোনা। তার আগে লা লিগায় জয়ের ধারা বজায় রাখল হান্স ফ্লিকের ছেলেরা। রবিবার ঘরের মাঠে সেভিয়াকে পাঁচ গোলের মালা পরাল কাতালন ক্লাবটি। ম্যাচে জোড়া গোল রবার্ট লিওয়ানডস্কি আর পাবলো তোরের। এছাড়া স্কোরশিটে নাম তোলেন পেড্রি। এই জয়ের সুবাদে ১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লা লিগায় শীর্ষস্থান ধরে রেখেছে বার্সা। তিন পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।
চার বছর আগে চ্যাম্পিয়ন্স লিগের আসরে বায়ার্ন মিউনিখের কাছে ২-৮ ব্যবধানে লজ্জার হারে মুখ পুড়েছিল বার্সেলোনার। সেই শুরু। তারপর আর ইউরো সেরার লড়াইয়ে ব্যর্থতা ছাড়া কিছুই জোটেনি তাদের কপালে। মাঝে দু’বার তো গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় তাদের। তাই সেই বায়ার্নের বিরুদ্ধে লড়াইয়ে নামার আগে রবিবার জয়ের ছন্দ বজায় রাখাই লক্ষ্য ছিল কোচ কোচ ফ্লিকের। গত কয়েক বছরের তুলনায় এবার সেভিয়া অনেকটাই দুর্বল। সেই সুযোগ কাজে লাগিয়ে প্রথমার্ধেই তিন গোল তুলে নেয় বার্সা। ২৪ মিনিটে পেনাল্টি থেকে জাল কাঁপান লিওয়ানডস্কি। চার মিনিট বাদেই ব্যবধান বাড়ান পেড্রি। আর ৩৯ মিনিটে দ্বিতীয়বার জাল কাঁপিয়ে প্রথমার্ধেই ম্যাচ পকেটে পুরে ফেলেন পোলিশ তারকা। উল্লেখ্য, চলতি লা লিগায় ১২টি গোল সেরে ফেললেন তিনি। এরপর দ্বিতীয়ার্ধে রিজার্ভ বেঞ্চকে পরখ করে নেন কোচ ফ্লিক। ১১ মাস পর চোট সারিয়ে মাঠে নামেন গাভি। তবে ৮২ ও ৮৮ মিনিটে জাল কাঁপিয়ে জয়ের বড় জয় নিশ্চিত করেন পাবলো সারাবিয়া। ৮৭ মিনিটে সেভিয়ার হয়ে সান্ত্বনাসূচক গোলটি স্টানিস ইদুম্বোর।
বার্সেলোনা- ৫                    :                 সেভিয়া- ১
(লিওয়াডস্কি-২, পেড্রি, পাবলো-২)                  (স্টেনিস)
8h 8m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শরিকি সম্পত্তি মামলায় ফল অনুকূল হতে পারে। উচ্চশিক্ষা ও বিজ্ঞান গবেষণায় উন্নতির যোগ। অর্থাগম হবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৩ টাকা৮৪.৯৭ টাকা
পাউন্ড১০৭.৮৭ টাকা১১১.৬৫ টাকা
ইউরো৮৯.৬৮ টাকা৯৩.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা