দেশ

ঘূর্ণিঝড় ‘ডানা’র ঝাপটা সামলাতে প্রস্তুত প্রশাসন, জানালেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাজি

ভুবনেশ্বর, ২২ অক্টোবর: বঙ্গোপসাগরে এখনও তৈরি হয়নি ঘূর্ণিঝড় ডানা। আজ, মঙ্গলবার সকালে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ক্রমশ শক্তি বাড়িয়ে ধীরে ধীরে ঘূর্ণিঝড় ডানায় পরিণত হবে নিম্নচাপটি। সেই পরিস্থিতির কথা মাথায় রেখে আগাম সতর্ক ওড়িশার প্রশাসন। দুর্যোগের মোকাবিলায় প্রস্তুত ওড়িশা সরকার। এমনটাই জানিয়েছেন সেখানকার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাজি। ঘূর্ণিঝড়ের জেরে ক্ষয়ক্ষতি ও দুর্যোগ সামলাতে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে বা হচ্ছে সেই বিষয়ে উচ্চপর্যায়ের বৈঠক করনে ওড়িশার মুখ্যমন্ত্রী। সেই বিষয়ে তিনি জানিয়েছেন, ‘কোনও মৃত্যু যাতে না হয় ঘূর্ণিঝড়ের জেরে সেটার জন্য পর্যাপ্ত পদক্ষেপ নিচ্ছি। ভয় পাওয়ার কোনও কারণ নেই। সরকার দুর্যোগ সামলাতে প্রস্তুত রয়েছে। কোন কোন জায়গায় ক্ষয়ক্ষতি হতে পারে জানার পর উদ্ধারকাজ শুরু হবে। কিছু জায়গায় ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। এনডিআরএফ, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ও দমকলবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। সরকার গোটা পরিস্থিতির উপর নজর রাখছে। সাইক্লোন সেন্টারগুলি প্রস্তুত রয়েছে, পর্যাপ্ত জল, ওষুধ ও খাদ্যসামগ্রী পাঠানো হচ্ছে। হাসপাতালগুলিতে বিদ্যুৎ পরিষেবা বজায় থাকবে। হোর্ডিংগুলির উপর নজর রাখা হয়েছে। প্রয়োজনে কিছু হোর্ডিং সরিয়ে দেওয়া হবে।’ ঘূর্ণিঝড়ের কথা মাথাতে রেখে কয়েকটি জায়গায় আগামী ২৩-২৫ পর্যন্ত অক্টোবর স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে ওড়িশা সরকার। সেগুলি হল- পুরী, গঞ্জম, জগৎসিংহপুর, কেন্দ্রপাড়া, বালেশ্বর, ভদ্রক, ময়ূরভঞ্জ, ঢেনকানল, কেওনঝড়, জাজপুর, অঙ্গুল, খুরদা, নয়াগর্গ ও কটক। সূত্রের খবর, ওড়িশায় ১১ কোম্পানি এনডিআরএফ মোতায়েন করা হয়েছে।
8h 8m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শরিকি সম্পত্তি মামলায় ফল অনুকূল হতে পারে। উচ্চশিক্ষা ও বিজ্ঞান গবেষণায় উন্নতির যোগ। অর্থাগম হবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৩ টাকা৮৪.৯৭ টাকা
পাউন্ড১০৭.৮৭ টাকা১১১.৬৫ টাকা
ইউরো৮৯.৬৮ টাকা৯৩.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা