দেশ

দিল্লির স্কুলে বিস্ফোরণের দায় স্বীকার খালিস্তানি সংগঠনের

নয়াদিল্লি: রাজধানীতে সিআরপিএফের স্কুলের সামনে বিস্ফোরণের নেপথ্যে খালিস্তানিরা! সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টেলিগ্রামে এনিয়ে বার্তা দিয়ে বিস্ফোরণের দায় স্বীকার করে নিয়েছে খালিস্তানপন্থী জাস্টিস লিগ ইন্ডিয়া নামে একটি সংগঠন। তারপরই এনিয়ে তীব্র চাঞ্চল্য শুরু হয়েছে। ভারতীয় গুপ্তচরদের মাধ্যমে খালিস্তানপন্থীদের খতম করার চক্রান্তের বদলা হিসেবে বিস্ফোরণটি ঘটানো হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি। সোশ্যাল মিডিয়ায় এই বার্তা ভাইরাল হওয়ার পরপরই নড়েচড়ে বসে দিল্লি পুলিস। কোথা থেকে ওই বার্তা ছড়ানো হয়েছে, এব্যাপারে বিস্তারিত তথ্য চেয়ে টেলিগ্রাম কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছে পুলিস। ডিসিপি (রোহিনী) অমিত গোয়েল বলেন, সবদিক খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার আগের রাতের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্তে নেমেছে এনআইএ। ঘটনাস্থল থেকে সাদা পাউডারের নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক টিমও। 
রবিবার সকাল ৭টা ৪৭মিনিট নাগাদ দিল্লির রোহিনী এলাকায় সিআরপিএফের পাবলিক স্কুলের সামনে তীব্র বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। সেইসঙ্গে সাদা ধোঁয়া ও কটূ গন্ধ। কেউ হতাহত না হলেও বিস্ফোরণের জেরে স্কুলের পাঁচিলে বড় গর্ত তৈরি হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিস মনে করছে, বিস্ফোরণে কম তীব্রতার আইইডি ব্যবহৃত হতে পারে। রবিবার সন্ধ্যা নাগাদ ঘটনার দায় স্বীকার করে নেয় খালিস্তানপন্থী সংগঠনটি। বিস্ফোরণের পর একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে ওয়াটার মার্কে লেখা ছিল ‘খালিস্তান জিন্দাবাদ।’ পাশাপাশি লেখা হয়েছে, ‘ভারতীয় গোয়েন্দা এবং তাঁদের ভাড়া করা গুন্ডারা যদি মনে করে যে, আমাদের খতম করবে, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে। ওরা জানে না, আমরা ওদের খুবই কাছেF রয়েছি। যে কোনও সময় হামলা চালাতে পারি। খালিস্তান জিন্দাবাদ। হ্যাশট্যাগে লেখা জেএলআই।’ আমেরিকায় খালিস্তানপন্থী জঙ্গি পান্নুনকে খুনের চক্রান্তের অভিযোগে এফবিআই ভারতের ‘র’-এজেন্ট বিকাশ যাদবের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে। বিকাশ আগে সিআরপিএফে কাজ করতেন বলে আমেরিকার অভিযোগ। সেই কারণেই আধা সামরিক বাহিনীর স্কুলকে টার্গেট করা হয়েছে বলে মনে করছে পুলিস। দেশীয় পদ্ধতিতে তৈরি এই বিস্ফোরকের তীব্রতা খুবই কমই ছিল। তাছাড়া যেখানে বিস্ফোরকটি রাখা ছিল, সেখানে প্রাণহানির সম্ভাবনা নেই। ক্ষতিসাধনের কোনও বার্তা দিতেই বিস্ফোরণ ঘটনা হয়েছে বলে তদন্তকারীরা মনে করছেন।
7h 7m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শরিকি সম্পত্তি মামলায় ফল অনুকূল হতে পারে। উচ্চশিক্ষা ও বিজ্ঞান গবেষণায় উন্নতির যোগ। অর্থাগম হবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৩ টাকা৮৪.৯৭ টাকা
পাউন্ড১০৭.৮৭ টাকা১১১.৬৫ টাকা
ইউরো৮৯.৬৮ টাকা৯৩.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা