দেশ

হাত জোড় করে পুলিসকর্মী নিয়োগের নির্দেশ নীতীশের

পাটনা: বিহারে আরও ৭৮ হাজার পুলিসকর্মীর নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে সম্পূর্ণ করতে ডিজি অলোক রাজকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সোমবার পাটনায় পুলিসের একটি অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানে ১২৩৯ জন সদ্য চাকরিপ্রাপ্ত সাব ইনসপেক্টরের হাতে নিয়োগপত্র তুলে দেন বিহারের মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্যে পুলিসকর্মীর সংখ্যা দ্বিগুণ করে ২ লক্ষ ২৯ হাজারে নিয়ে যেতে চায় সরকার। আগামী বছর বিহারে বিধানসভা নির্বাচন। তাই তার আগেই নিয়োগ প্রক্রিয়া সেরে ফেলার বিষয়ে এদিন জোর দিয়েছেন নীতীশ। 
এদিনের অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় বিহারের মুখ্যমন্ত্রী ডিজির উদ্দেশ্যে করজোড়ে  বলেন, ‘আগামী ছয় মাসের মধ্যে ৭৮ হাজার পুলিসকর্মীর নিয়োগ প্রক্রিয়া শেষ করে ফেলুন। পরের বছর রাজ্যে নির্বাচন রয়েছে। তাই ছয় মাসের মধ্যেই নিয়োগ সেরে ফেলা প্রয়োজন।’ নীতীশ আরও বলেন, ‘এখন বিহার পুলিসে ১ লক্ষ ১০ হাজার কর্মী রয়েছেন। আমরা এই সংখ্যা আরও বাড়িয়ে ২ লক্ষ ২৯ হাজারে নিয়ে যেতে চাই। ২১ হাজার পুলিসকর্মীর নিয়োগ প্রক্রিয়া চলছে। আরও ২০ হাজার পুলিসকর্মীর নিয়োগের সমস্ত প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে।’ পুলিসে মহিলাদের নিয়োগের উপরও জোর দিয়েছেন নীতীশ। এদিন তিনি জানান, ৩৫ শতাংশ মহিলাকে বাহিনীকে নিয়োগ করা হবে। বর্তমানে বিহারে ৩০ হাজার মহিলা পুলিসকর্মী রয়েছেন বলে জানান নীতীশ। অন্য কোনও রাজ্যে এত মহিলা পুলিসকর্মী নেই বলেও দাবি তাঁর।
8h 8m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শরিকি সম্পত্তি মামলায় ফল অনুকূল হতে পারে। উচ্চশিক্ষা ও বিজ্ঞান গবেষণায় উন্নতির যোগ। অর্থাগম হবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৩ টাকা৮৪.৯৭ টাকা
পাউন্ড১০৭.৮৭ টাকা১১১.৬৫ টাকা
ইউরো৮৯.৬৮ টাকা৯৩.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা