কলকাতা

জগদ্ধাত্রী পুজোয় ভিড়ের ইঙ্গিত, বাড়ছে রেল- ফেরির টিকিট কাউন্টার

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: জগদ্ধাত্রী পুজো সুষ্ঠুভাবে পার করতে উদ্যোক্তাদের কেন্দ্রীয় কমিটির সঙ্গে সোমবার প্রশাসনিক বৈঠক করল হুগলি জেলা প্রশাসন ও পুলিস। চন্দননগরের রবীন্দ্রভবনে ওই বৈঠকে জেলশাসক মুক্তা আর্য, চন্দননগরের কমিশনার অমিত পি জাভালগি, মেয়র রাম চক্রবর্তী সহ বিভিন্ন কর্তারা উপস্থিত ছিলেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এবারের পুজোয় বিপুল জনসমাগম হবে, তার আঁচ পাওয়া যাচ্ছে। সেই নিরিখে পুলিস থেকে দমকল, দর্শনার্থীদের স্বাভাবিক যাতায়াত নিয়ে বিশেষ পরিকল্পনা করা হয়েছে। ঠিক হয়েছে, চন্দননগর ফেরিঘাট এবং চন্দননগর ও মানকুণ্ডু রেলস্টেশনে টিকিট কাউন্টারের সংখ্যা বাড়ানো হবে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন পুলিস কমিশনার। পাশাপাশি, ভদ্রেশ্বরের অ্যাঙ্গাস এলাকায় রেললাইনের একটি সমস্যা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। সেকারণে এদিন রেল কর্তৃপক্ষকেও বৈঠকে ডাকা হয়েছিল। জানা গিয়েছে, জি টি রোডের উপর রেলের বিদ্যুৎ সরবরাহ বিভাগের দু’টি খুঁটি আছে। তার জেরে চাঁপদানি থেকে শোভাযাত্রার লরি চন্দননগরে আসার ক্ষেত্রে সমস্যা হতে পারে। এদিনের বৈঠকে যৌথ পরিদর্শনের মাধ্যমে ওই সমস্যা মেটানোর সিদ্ধান্ত হয়েছে।
কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির সাধারণ সম্পাদক শুভজিৎ সাউ বলেন, খুবই ইতিবাচক আলোচনা হয়েছে। আমরা প্রশাসনের সঙ্গে সব রকমের সহযোগিতা করছি। পাশাপাশি, প্রশাসনও সুষ্ঠু পদক্ষেপের আশ্বাস দিয়েছে। চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী বলেন, জগদ্ধাত্রী পুজো আমাদের ঐতিহ্য। এবার শোভাযাত্রা আড়েবহরে বাড়ছে। প্রচুর মানুষ আসবেন, এমনই ইঙ্গিত মিলেছে। পুর পরিষেবা ও ফেরি পরিষেবা যথাযথ রাখা হবে। পুরসভার তরফে যাবতীয় সহযোগিতা করা হবে।
8h 8m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শরিকি সম্পত্তি মামলায় ফল অনুকূল হতে পারে। উচ্চশিক্ষা ও বিজ্ঞান গবেষণায় উন্নতির যোগ। অর্থাগম হবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৩ টাকা৮৪.৯৭ টাকা
পাউন্ড১০৭.৮৭ টাকা১১১.৬৫ টাকা
ইউরো৮৯.৬৮ টাকা৯৩.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা