কলকাতা

ঝড়ের প্রভাবে শহরে ভারী বৃষ্টির সম্ভাবনা, মোকাবিলায় প্রস্তুত কলকাতা পুরসভা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘূর্ণিঝড় ‘ডানা’র দাপটে বৃহস্পতি ও শুক্রবার দু’দিনই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহানগরে। ঘূর্ণিঝড়ের মোকাবিলায় তৈরি কলকাতা পুরসভা। এ ব্যাপারে আধিকারিকদের যাবতীয় প্রস্তুতি সেরে রাখতে বলেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
ইতিমধ্যেই শহরের বাতিস্তম্ভগুলির হাল খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। যাতে কোথাও বিদ্যুতের তার বেরিয়ে না থাকে। আর্দিং সব জায়গায় আছে কি না, সেগুলিও দেখা হচ্ছে। যাতে তড়িদাহত হয়ে প্রাণহানি ঘটনা না ঘটে। কোথাও গাছ পড়লে দ্রুত তা সরানোর ব্যবস্থা করা হবে। একারণে প্রতিটি বরোয় থাকবে বিশেষ টিম। ভারী বৃষ্টি হলে শহরে জল জমতে পারে। সেই আশঙ্কার কথা মাথায় রেখে নিকাশি বিভাগকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। ২৪ ঘণ্টা খোলা থাকবে পুরসভার কন্ট্রোল রুম। সব রকম প্রস্তুতি থাকবে পাম্পিং স্টেশনগুলিতে। সোমবার সংশ্লিষ্ট বিভাগের অফিসারদের সঙ্গে বৈঠকে বসেন পুর কমিশনার ধবল জৈন। পরে সন্ধ্যায় ঝড় সংক্রান্ত মুখ্যসচিবের বৈঠকেও যান তিনি। কর্তৃপক্ষ জানাচ্ছে, ভাঙা গাছ সরাতে হাইড্রলিক ল্যাডার, ক্রেন, পে লোডার, ডাম্পার থাকবে। গাড়ি চলাচলের রাস্তা যাতে দীর্ঘক্ষণ গাছ পড়ে বন্ধ না থাকে, সে ব্যাপারে বাড়তি নজর দিতে বলা হয়েছে অফিসারদের। পুর এলাকার ৭৯টি নিকাশি পাম্পিং স্টেশন মিলিয়ে মোট ৪৫০টি পাম্প রয়েছে। সব পাম্পই ওই দুই দিন চালু রাখা হবে। সেই সঙ্গে থাকবে অস্থায়ী পাম্পও।
8h 8m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শরিকি সম্পত্তি মামলায় ফল অনুকূল হতে পারে। উচ্চশিক্ষা ও বিজ্ঞান গবেষণায় উন্নতির যোগ। অর্থাগম হবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৩ টাকা৮৪.৯৭ টাকা
পাউন্ড১০৭.৮৭ টাকা১১১.৬৫ টাকা
ইউরো৮৯.৬৮ টাকা৯৩.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা