কলকাতা

রাস্তায় ছড়িয়ে পেরেক, আতঙ্কে গাড়িচালকরা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সন্তোষপুরে ত্রিকোণ পার্কের কাছে আচমকা টায়ার ফেটে যায় একটি বাইকের। চালক নেমে বুঝতে পারেন পেরেক ঢুকে গিয়েছে চাকায়। তারপর তাকিয়ে দেখতে পান রাস্তার উপর ছড়িয়ে রয়েছে অজস্র পেরেক। কোথা থেকে এল সেগুলি? বুঝলেন খোলা হচ্ছে রাস্তার ধারে থাকা অস্থায়ী বিজ্ঞাপনের কাঠামো। পুজোর সময় বাঁশের কাঠামো ও কাঠের ফ্রেম বসানো হয়েছিল। সেগুলি খোলার কাজ চলছে। কাঠামোয় ব্যবহৃত পেরেক খুলে এদিক ওদিক ছড়িয়ে রাখছেন কর্মীরা। সেগুলিই ফুটছে গাড়ির চাকায়।
এমন ঘটনা একটি রাস্তায় ঘটছে এমন কিন্তু নয়। শহরের বিভিন্ন প্রান্তে একই অভিজ্ঞতার সম্মুখীন হতে হচ্ছে গাড়ি চালকদের। সাইকেল, বাইক কিংবা চার চাকা সকলকে ভুগতে হচ্ছে বলে অভিযোগ। কোথাও হোর্ডিং খোলার পেরেক, কোথাও পুজোর প্যান্ডেলের পেরেক পড়ে থাকছে রাস্তায়। এছাড়াও অভিযোগ, পুজোর ভিড় সামলাতে রাস্তার ধারে গর্ত করে বাঁশ এবং মোটা কাঠ দিয়ে ব্যারিকেড দেওয়ার ব্যবস্থা করেছিল কলকাতা পুলিস। পুজোর পর সেগুলি খোলা হয়। আর তৈরি হয় গর্ত। সেই গর্তে বাইক কিংবা সাইকেলের চাকা পড়ে যাচ্ছে। ঘটছে ছোটখাট দুর্ঘটনা। যদিও পুজো শেষের পর গর্ত মেরামতির কাজ শুরু হয়েছে শহরে। কলকাতা পুরসভার সড়ক বিভাগ শহরের বিভিন্ন জায়গায় কাজ শুরু করেছে। রাস্তার গর্ত ভরাট করার জন্য হটমিক্স নিয়ে শহরে ঘুরছে রোড রিপেয়ারিং মোবাইল ভ্যান। বাঘাযতীন, সুলেখার কাছে রাজা এসসি মল্লিক রোড, সিআইটি রোড, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে কলেজ স্কোয়ার, প্রিন্স আনোয়ার শাহ রোড সহ শহরের বিভিন্ন জায়গায় রাস্তার উপর বাঁশের ব্যারিকেড খুলে নেওয়ার পর গর্ত বুঝিয়ে ফেলার কাজ হচ্ছে। প্রথমে ইটের টুকরো ফেলে গর্তের মুখ ভরাট করা হচ্ছে। তারপর দুরমুশ করে উপরে দেওয়া হচ্ছে বিটুমিনের প্রলেপ। এক পুরকর্তা বলেন, বহু জায়গায় এখনও বাঁশের ব্যারিকেড খোলা হয়নি। দিনভর মোবাইল ভ্যান ঘুরছে শহরে। যেখানে যেখানে গর্ত দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে ভরাট করে দেওয়ার কাজ হচ্ছে।
1d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শরিকি সম্পত্তি মামলায় ফল অনুকূল হতে পারে। উচ্চশিক্ষা ও বিজ্ঞান গবেষণায় উন্নতির যোগ। অর্থাগম হবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৩ টাকা৮৪.৯৭ টাকা
পাউন্ড১০৭.৮৭ টাকা১১১.৬৫ টাকা
ইউরো৮৯.৬৮ টাকা৯৩.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা