রাজ্য

আর জি করের ৮ চিকিৎসককে সাসপেনশন ও বহিষ্কারের নির্দেশে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি করের ৮ চিকিৎসককে সাসপেনশন ও বহিষ্কারের নির্দেশে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য সরকার এই ব্যাপারে সিদ্ধান্ত নিলে তবেই নির্দেশ কার্যকর হবে। আজ, মঙ্গলবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের পূজাবকাশকালীন বেঞ্চ। গত ৫ অক্টোবর যে নোটিস দেওয়া হয়েছিল, তাতে এই স্থগিতাদেশ দিয়েছে আদালত।
আর জি করের সাসপেন্ড হওয়া ৮ জন চিকিৎসক হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাঁদের অভিযোগ ছিল, কেন সাসপেন্ড করা হয়েছে তা তাঁদের জানানো হয়নি। এদিন বিচারপতি কৌশিক চন্দর বেঞ্চে ছিল মামলার শুনানি। চিকিৎসকদের পক্ষের আইনজীবী অর্কপ্রভ সেন বলেন, ‘কোনও কারণ ছাড়াই সাসপেন্ড করা হয়েছে। স্পষ্ট নয় যে কেন বহিষ্কার করা হল। অভিযোগ কী ছিল, সেটাও জানানো হয়নি।’
আর জি করের তরফে আইনজীবী সুমন সেনগুপ্ত বলেন, ‘রিড্রেসাল সেলের প্রধান মুখ্যসচিব। কলেজ শুধু অভিযোগ ওই কমিটির কাছে পাঠাতে পারে। রাজ্যই এনিয়ে সিদ্ধান্ত নেবে। আমরা কাউকে বহিষ্কার করিনি।’
অন্যদিকে, অনিকেত মাহাতোর আইনজীবী কল্লোল বসু বলেন, ৫০০ জন রেসিডেন্ট চিকিৎসক এই ছাত্রদের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ তুলেছিলেন, অথচ সেই অভিযোগকারী চিকিৎসকদের মামলায় পক্ষভুক্ত না করে কীভাবে এই মামলা হতে পারে। বিচারপতি বলেন, ‘মামলায় পক্ষভুক্ত হতে চাইলে আবেদন করতে পারে রেসিডেন্ট চিকিৎসক সংগঠন।’
14h 14m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শরিকি সম্পত্তি মামলায় ফল অনুকূল হতে পারে। উচ্চশিক্ষা ও বিজ্ঞান গবেষণায় উন্নতির যোগ। অর্থাগম হবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৩ টাকা৮৪.৯৭ টাকা
পাউন্ড১০৭.৮৭ টাকা১১১.৬৫ টাকা
ইউরো৮৯.৬৮ টাকা৯৩.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা