রাজ্য

পুর নিয়োগ দুর্নীতি: রানাঘাট ও হালিশহর পুরসভাকে চিঠি দিয়ে তথ্য চাইল সিবিআই

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুরনিয়োগ দুর্নীতি মামলায় কিছু তথ্য চেয়ে হালিশহর ও রানাঘাট পুরসভাকে চিঠি দিল সিবিআই। পুজোর ছুটির পর সোমবার মেল চেক করতে গিয়ে বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের। জানা গিয়েছে, গত শনিবার সিবিআইয়ের তরফে মেল মারফৎ ওই চিঠি পাঠানো হয়।
তাতে আগামী ২৪ অক্টোবর, বৃহস্পতিবার সকাল ১১টায় দুই পুরসভার এগজিকিউটিভ অফিসারকে সিবিআই দপ্তরে হাজির হওয়ার কথা বলা হয়েছে। সূত্রের খবর, হালিশহর পুরসভার প্রাক্তন এগজিকিউটিভ অফিসার, যিনি ২০১৮ -১৯ সালে নিয়োগের সময় দায়িত্বে ছিলেন, তাঁকে তথ্য নিয়ে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে সিবিআই। উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া অয়ন শীলের সূত্র ধরে রাজ্যের বিভিন্ন পুরসভায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতি প্রকাশ্যে আসে। অভিযোগ ওঠে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বিভিন্ন পুরসভায় চাকরি বিক্রি করা হয়েছে। শুধু তাই নয়, চাকরির ক্ষেত্রে স্বজনপোষণ করা হয়েছে। অভিযোগ ওঠে, ২০১৮ -১৯ সাল নাগাদ এই দুর্নীতি হয়েছে। বিভিন্ন পুরসভায় সিবিআই তল্লাশিও হয়েছিল। অনেককে জিজ্ঞাসাবাদ করা হয় দফায় দফায়। হালিশহরের বর্তমান চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ বলেন, ‘সিবিআইয়ের একটি চিঠি এসেছে ই-মেলে। নিয়োগ সংক্রান্ত কিছু তথ্য তারা চেয়েছে। আগেও অনেক তথ্য তারা চেয়েছিল। আমরা সব তথ্য দিয়ে সাহায্য করেছি। আগামীতেও করব।’
8h 8m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শরিকি সম্পত্তি মামলায় ফল অনুকূল হতে পারে। উচ্চশিক্ষা ও বিজ্ঞান গবেষণায় উন্নতির যোগ। অর্থাগম হবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৩ টাকা৮৪.৯৭ টাকা
পাউন্ড১০৭.৮৭ টাকা১১১.৬৫ টাকা
ইউরো৮৯.৬৮ টাকা৯৩.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা