রাজ্য

জলঙ্গী রক্ষার দাবিতে আজ শুরু ‘কায়াক অভিযান’

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নদী রক্ষা এবং জল সংরক্ষণের প্রয়োজনীয়তার বার্তা দিতে আজ, মঙ্গলবার শুরু হচ্ছে কায়াক অভিযান। জলঙ্গী নদী বাঁচানোর বার্তা দিয়ে নদীয়ার পলাশীপাড়া থেকে কৃষ্ণনগর পর্যন্ত জলঙ্গীর জলপথ কায়াকে (হাটে টানা নৌকা বিশেষ) অতিক্রম করবেন পরিবেশপ্রেমীরা। আজ থেকে শুরু হয়ে কৃষ্ণনগরে এই অভিযান শেষ হবে আগামী ২৫ অক্টোবর। ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং ফাউন্ডেশন, হিমালয়ান ফুটপ্রিন্ট এবং সেভ জলঙ্গী—তিন সংস্থার যৌথ উদ্যোগে ‘প্যাডেলস ফর এ কজ: রিভাইভিং জলঙ্গী, রিভাইভিং লাইফ’ শীর্ষক এই কর্মসূচি নেওয়া হয়েছে। ‘সেভ জলঙ্গী’র তরফে শঙ্খশুভ চক্রবর্তী জানিয়েছেন, এই চারদিনের যাত্রাপথে প্রতিদিন সন্ধ্যায় চাঁদের ঘাট, বড় আন্দুলিয়া, চাপড়া এবং কৃষ্ণনগরে চারটি পথসভার আয়োজন করা হয়েছে। চারটি জায়গাই জলঙ্গী সংলগ্ন। নদীর পাড়ের এসব এলাকার বাসিন্দাদের জলঙ্গীর সুরক্ষা, জলপথ পুনরুদ্ধারের গুরুত্ব সম্পর্কে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সঙ্গে জল সংরক্ষণের প্রয়োজনীয়তাও তুলে ধরা হবে। মোট ১০টি কায়াকে ১৪-১৫ জন অভিযাত্রী অংশ নেবেন বলে জানিয়েছেন তিনি। আইএমএফের তরফে বিশিষ্ট পর্বতারোহী দেবরাজ দত্ত বলেন, ‘প্রকৃতি ও পরিবেশের স্বার্থে সব মানুষকে সচেতন করে তোলা সময়ের দাবি। জলঙ্গী নদীতে এই অভিযানের মাধ্যমে আমরা সবার মধ্যে সেই বক্তব্য ছড়িয়ে দিতে চাই।’ -নিজস্ব চিত্র
8h 8m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শরিকি সম্পত্তি মামলায় ফল অনুকূল হতে পারে। উচ্চশিক্ষা ও বিজ্ঞান গবেষণায় উন্নতির যোগ। অর্থাগম হবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৩ টাকা৮৪.৯৭ টাকা
পাউন্ড১০৭.৮৭ টাকা১১১.৬৫ টাকা
ইউরো৮৯.৬৮ টাকা৯৩.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা