কলকাতা

কালীপুজোর আগে ‘ডানা’র ঝাপটা,  দুশ্চিন্তায় পুজো উদ্যোক্তা, মৃৎশিল্পীরা

সংবাদদাতা, উলুবেড়িয়া: দুর্যোগ যেন কিছুতেই পিছু ছাড়ছে না রাজ্যবাসীর। কালীপুজোর আগেই রাজ্যে আবার নিম্নচাপের ভ্রুকুটি। সঙ্গে ঘূর্ণিঝড় ‘ডানা’র ঝাপটা। হাওয়া অফিসের মতে, ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কালীপুজোর এক সপ্তাহ আগে নতুন করে দুর্যোগের পূর্বাভাস মেলায় পুজো উদ্যোক্তাদের মাথায় হাত। চিন্তায় মৃৎশিল্পীরা। তাঁদের বক্তব্য, এই পরিস্থিতিতে মণ্ডপসজ্জা ও প্রতিমা নির্মাণের কাজ কীভাবে শেষ করব, তা নিয়ে চিন্তার অন্ত নেই।
আর দশদিন বাদেই কালীপুজো। স্বভাবতই মৃৎশিল্পীদের ঘরে এখন চরম ব্যস্ততা। পাড়ায় পাড়ায় চলছে মণ্ডপ তৈরির কাজ। এর মধ্যে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস চিন্তা বাড়িয়েছে পুজো উদ্যোক্তাদের। গত কয়েক বছর ধরেই উলুবেড়িয়া থেকে শ্যামপুর, আমতা থেকে বাগনান— কালীপুজোর মণ্ডপসজ্জা ও আলোকসজ্জা নজর কেড়েছে দর্শনার্থীদের। দুর্গাপুজোর মতোই তাঁরা ভিড় জমান বিভিন্ন কালীমণ্ডপে। যে সব পুজো কমিটি থিম নির্ভর মণ্ডপ গড়ছে, সেখানে কাজ শুরু হয়ে গিয়েছে আগে থেকেই। নিম্নচাপের প্রভাবে যদি বুধবার থেকে ঝড়-বৃষ্টি শুরু হয়, তাহলে তাদের পক্ষে সময় মতো মণ্ডপ শেষ করা কার্যত অসম্ভব হয়ে পড়বে। হাওয়া অফিসের সর্তকবার্তায় চিন্তায় মৃৎশিল্পীরাও। তাঁদের মতে, দুর্গা প্রতিমার তুলনায় অনেক বেশি সংখ্যায় কালী প্রতিমা তৈরি হয়। সেকারণে অনেক সময় তৈরির পর ছাউনির বাইরেও রাখতে হয় প্রতিমা। নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি হলে বড়সড় সমস্যায় পড়তে হবে। সেক্ষেত্রে নির্দিষ্ট সময়ে প্রতিমা শেষ করা যাবে কি না, তা নিয়ে চিন্তায় মৃৎশিল্পীরা।  নিজস্ব চিত্র
1d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শরিকি সম্পত্তি মামলায় ফল অনুকূল হতে পারে। উচ্চশিক্ষা ও বিজ্ঞান গবেষণায় উন্নতির যোগ। অর্থাগম হবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৩ টাকা৮৪.৯৭ টাকা
পাউন্ড১০৭.৮৭ টাকা১১১.৬৫ টাকা
ইউরো৮৯.৬৮ টাকা৯৩.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা