কলকাতা

আবহাওয়ার খামখেয়ালিপনায় বদলে গিয়েছে সমুদ্রের গতিপ্রকৃতি, মিলল না পর্যাপ্ত ইলিশ

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ইলিশ ধরার মরশুম শেষ। অথচ খুশির বদলে হতাশা গ্রাস করেছে কাকদ্বীপ ও নামখানার মৎস্যজীবীদের। কারণ, এবারও আশানুরূপ পরিমাণ ইলিশ ওঠেনি মৎস্যজীবীদের জালে। ইলিশে মন ভরেনি ভোজনরসিক বাঙালিরও। তাঁদের ভরসা রাখতে হচ্ছে সেই পদ্মার ইলিশেই। এবার ১৫ জুন থেকে অক্টোবর পর্যন্ত আনুমানিক সাড়ে ন’হাজার মেট্রিক টন ইলিশ ধরা হয়েছে। গত কয়েক বছরের তুলনায় এই পরিমাণ অনেকটা কম বলে জানাচ্ছেন ব্যবসায়ী ও মৎস্যজীবীরা। কেন এমন পরিস্থিতি, তা পর্যালোচনা করতে গিয়ে ট্রলার মালিক ও মৎস্যজীবীদের একটা বড় অংশ মনে করছে, বঙ্গোপসাগরে এবার একের পর এক দুর্যোগ ও আবহাওয়ার খামখেয়ালিপনা ইলিশ ধরায় ব্যাঘাত ঘটিয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে গত তিন মাসে একাধিকবার সমুদ্রে গিয়ে মাছ ধরতেই পারেননি তাঁরা। এভাবে অনেক সময় নষ্ট হয়েছে। ট্রলার দুর্ঘটনায় ন’জনের মৃত্যুর পরও অনেকে আতঙ্কে সমুদ্রে যায়নি। তাছাড়া সমুদ্রের স্বাভাবিক গতিপ্রকৃতিতেও বদল এসেছে বলে মনে করা 
হচ্ছে। তাঁদের এমন দাবির কারণ, উপকূল থেকে ৪০ থেকে ৫০ কিলোমিটার গভীরে যে অঞ্চলে গিয়ে ট্রলারগুলি জাল ফেলে, এবার সমুদ্রের সেই অংশে খুব বেশি মাছ পাওয়া 
যায়নি। আরও গভীরে ইলিশের ঝাঁক এসেছে। কিন্তু সেখানে ট্রলারগুলি যেতে পারেনি। স্বাভাবিকভাবেই জালে খুব বেশি মাছ ওঠেনি। আরও একটি কারণ উঠে এসেছে মৎস্যজীবীদের পর্যালোচনায়। অন্যান্য বছরের মতো এবারও ইলিশ ধরার মরশুম শুরু হতে না হতেই ব্যাপক হারে খোকা ইলিশ ধরা হয়েছে। এর ফলে পরের দিকে আর ইলিশ পাওয়া যায়নি। 
মৎস্যজীবীদের দাবির সঙ্গে সহমত বিশেষজ্ঞরাও। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মেরিন বায়োলজিস্ট সুমিত মণ্ডল বলেন, ‘মৎস্যজীবীরা যে দাবি করছেন, তা সম্পূর্ণ সঠিক। আবহাওয়ার পরিবর্তনের কারণে সমুদ্রের গতিপ্রকৃতিতে বদল এসেছে। তাছাড়া ক্রমবর্ধমান দূষণও একটা কারণ। এসব কারণে ইলিশের ঝাঁক এবার আরও গভীর সমুদ্রে রয়ে গিয়েছে।’ কাকদ্বীপ মৎস্যজীবী উন্নয়ন সমিতির সম্পাদক বিজন মাইতি বলেন, ‘ইলিশ কতটা ধরা পড়বে, তার উপরই আমাদের লাভ-লোকসান নির্ভর করে। এবারে লোকসান নিশ্চিত। এত কম মাছ উঠেছে যে সবাই হতাশ।’ মৎস্যজীবীদের দাবি,  করোনা-পর্বের আগে ইলিশ ধরে শেষ করা যেত না। কিন্তু ২০২০ থেকে সেই যে ভাটা দেখা দিয়েছে, তা এ বছরও অব্যাহত। এরকম চলতে থাকলে আগামী বছর আরও ট্রলার বসে যেতে পারে।’
1d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শরিকি সম্পত্তি মামলায় ফল অনুকূল হতে পারে। উচ্চশিক্ষা ও বিজ্ঞান গবেষণায় উন্নতির যোগ। অর্থাগম হবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৩ টাকা৮৪.৯৭ টাকা
পাউন্ড১০৭.৮৭ টাকা১১১.৬৫ টাকা
ইউরো৮৯.৬৮ টাকা৯৩.০৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা