কলকাতা

রাঁচির ম্যারেজ প্যালেসের আদলে তৈরি মণ্ডপে এক লক্ষ ঝিনুক ও কৃত্রিম মুক্তোর লক্ষ্মী প্রতিমা

সংবাদদাতা, বারুইপুর: প্রতি বছরই লক্ষ্মীপুজোয় কিছু না কিছু চমক দেয় মথুরাপুরের সদিয়াল জনকল্যাণ সমিতি। এবারও তার ব্যতিক্রম নয়। ফাইবার ও প্লাইউড দিয়ে মাইথন ম্যারেজ প্যালেসের আদলে মণ্ডপ তৈরি করেছে তারা। এই ম্যারেজ প্যালেসটি রয়েছে রাঁচির বাড়িয়াতু এলাকায়। এই মণ্ডপে অধিষ্ঠান করবেন এক লক্ষ ঝিনুক ও কৃত্রিম মুক্তো দিয়ে তৈরি লক্ষ্মী প্রতিমা। বিগ বাজেটের এই পুজোমণ্ডপে প্রবেশের জন্য ইতিমধ্যেই পাশ জোগাড়ের চাহিদা তুঙ্গে উঠেছে। মঙ্গলবার ঘটা করে উদ্বোধন হয়েছে এই মণ্ডপের। সদিয়াল গ্রামের এই লক্ষ্মীপুজোকে ঘিরে আটদিন ধরে চলে উৎসব। যাত্রা থেকে বাউল গান, সবই থাকে উৎসবে।  সদিয়ালের আমরা সবাই ভাই ভাই ও সদিয়াল জনকল্যাণ সমিতির উদ্যোগে এই পুজো হয়। এবার তাদের লক্ষ্মী আরাধনার অষ্টাদশ বর্ষ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের সব অংশের মানুষ মিলেমিশে এই পুজো করেন। সম্প্রীতির বার্তা দেয় সদিয়ালের লক্ষ্মীপুজো। এই পুজোকে ঘিরে গ্রামের বাড়িতে আত্মীয়দের সমাগম হয়। শুধু মথুরাপুর, রায়দিঘি, মন্দিরবাজার নয়, বারুইপুর, কাকদ্বীপ, জয়নগর, সোনারপুর থেকেও মানুষ এসে ভিড় করেন সদিয়ালের পুজো মণ্ডপে। পুজো কমিটির কর্তা মথুরাপুরের সাংসদ বাপি হালদার বলেন, সম্প্রীতির এই পুজোকে ঘিরে কয়েক মাস আগে থেকেই চলে প্রস্তুতি। রথের দিন খুঁটি পুজো হয়। এবার মণ্ডপের পাশাপাশি বিশেষ আকর্ষণ হল, তালপাতার রাম-সীতা এবং রামায়ণে বর্ণিত ভরতের খড়ম পুজোকে পাটজাত সামগ্রীর সাহায্যে তুলে ধরা হয়েছে মণ্ডপে। দূর-দূরান্ত থেকে বহু মানুষ আসায় ব্যাপক ভিড় হয় সদিয়ালের এই পুজোয়। ফলে ভিড় এড়াতে পাশ নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে গিয়েছে। লক্ষ্মীপুজো উপলক্ষ্যে একদিন গ্রামবাসীদের ভোগ খাওয়ানো হয়। এছাড়াও আটদিন ধরে চলে যাত্রা সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। গ্রামে মেলাও বসে যায় লক্ষ্মীপুজোকে ঘিরে। 
23d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বাত বা নার্ভের রোগ বৃদ্ধিতে বিড়ম্বনা। শত্রুপক্ষের চাতুরিতে ব্যবসায় মন্দা আসতে পারে। যান চালনায় সতর্ক...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৪৪ টাকা৮৫.১৮ টাকা
পাউন্ড১০৭.০২ টাকা১১০.৭৯ টাকা
ইউরো৮৮.৮৫ টাকা৯২.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা