কলকাতা

প্রদেশ কংগ্রেস সভাপতির শ্যামপুর যাওয়া আটকাল পুলিস

সংবাদদাতা, উলুবেড়িয়া: অশান্তি ও ভাঙচুরের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে সোমবার রাতে শ্যামপুর থানার পুলিস নতুন করে আরও ১০ জনকে গ্রেপ্তার করল। এই নিয়ে পুজো পর্বে গোলমাল-হাঙ্গামার ঘটনায় এখনও পর্যন্ত পুলিস মোট ৭৯ জনকে গ্রেপ্তার করল। ধৃতদের মঙ্গলবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক ছ’জনকে ১৪ দিনের জেল হেফাজত এবং বাকি চারজনকে জামিন দেন। অন্যদিকে শ্যামপুরের সংশ্লিষ্ট এলাকায় যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। যদিও বাগান্ডার কাছে পুলিস তাঁর পথ আটকে শ্যামপুরে ঢুকতে বাধা দেয়। পরে পুলিস আধিকারিকদের হাতে স্মারকলিপি জমা দিয়ে কলকাতার পথে রওনা দেন প্রদেশ কংগ্রেস সভাপতি। শুভঙ্করবাবু বলেন, শ্যামপুরে শান্তি শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি জনজীবন স্বাভাবিক রাখার লক্ষ্যে আমরা এলাকায় যেতে চেয়েছিলাম, কিন্তু পুলিস আমাদের যেতে দেয়নি। যে সব দুষ্কৃতী এই গোলমাল করেছে, তাদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবির পাশাপাশি নিরাপরাধ ব্যাক্তিদের ছেড়ে দেওয়ার দাবি জানাচ্ছি। তাঁর আরও দাবি, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ব্লক স্তরে সর্বদলীয় বৈঠক ডাকা হোক। ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় এবং দলীয় কার্যালয়ে যাতে হামলা না চালানো হয়, সেই দিকে পুলিস আধিকারিকদের লক্ষ্য রাখার আবেদন জানান শুভঙ্কর সরকার। অন্যদিকে এদিন এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা, গুজব ছড়ানোর অপপ্রয়াস বন্ধ করা সহ একাধিক দাবি জানিয়ে এসইউসি হাওড়া গ্রামীন জেলার পক্ষ থেকে উলুবেড়িয়ার মহকুমাশাসক এবং এসডিপিও’র কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। -নিজস্ব চিত্র
9h 9m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিদ্যা শিক্ষা ও কাজকর্মে দিনটি শুভ। বন্ধুসঙ্গে বিপদ হতে পারে। অধ্যাপনায় অগ্রগতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৭.৮৯ টাকা১১১.৮৫ টাকা
ইউরো৮৯.৯১ টাকা৯৩.৪৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা