কলকাতা

‘সূর্য’ থেকে ‘হীরক রাজার দেশে’ লক্ষ্মীপুজোয় অভিনব থিম তারকেশ্বরে

সংবাদদাতা তারকেশ্বর: তারকেশ্বর ব্লকের পিয়াসাড়া-মালপাহাড়পুর ও চাঁপাডাঙা পঞ্চায়েত কৃষিপ্রধান এলাকা। এই অঞ্চলে দুর্গাপুজোর পরিবর্তে বেশি হয় লক্ষ্মীপুজো। উদ্যোক্তারা লক্ষ্মীপুজোর মণ্ডপ বিভিন্ন থিমে সাজিয়ে তোলে। গত কয়েক মাস ধরে বেঁড়েমূল,জগন্নাথপুর, বেলবাঁধ, রানাবাঁধ এলাকায় বারোয়ারি লক্ষ্মীপুজো নিয়ে প্রবল ব্যস্ত তাঁরা। প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে একাধিক ছোট-বড়-মাঝারি লক্ষ্মীপুজো হয়। হুগলি ছাড়াও হাওড়া, বর্ধমান থেকে ঠাকুর দেখতে আসেন দর্শনার্থীরা। সপ্তাহভর মেলা চলে। পুজো কমিটিগুলিকে একসূত্রে বাঁধতে তৈরি হয়েছে একটি কেন্দ্রীয় কমিটিও। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের ভিড় সামলাতে তৎপর থাকে প্রশাসন। দমকল, স্বাস্থ্যবিভাগ, পুলিস সহ একাধিক জরুরি বিভাগ পুজো উপলক্ষ্যে বিশেষ ব্যবস্থা নিয়েছে বলে জানা গিয়েছে।
এই এলাকায় হীরক রাজার দেশে, বাস্তুতন্ত্র, বৌদ্ধমন্দির ইত্যাদি থিমে সেজেছে তারকেশ্বর রানাবাঁধের বারোয়ারি লক্ষ্মীপুজোগুলি। উল্লেখযোগ্য পুজোগুলির মধ্যে রয়েছে, প্রতিবাদ ক্লাব। ৩২তম বর্ষ তাদের। পুজোর থিম উইপোকার বাসা। উইপোকার জীবনচক্র তুলে ধরা হয়েছে মণ্ডপে। বিবাদী ক্লাবের পুজো এ বছর ৪৪তম বর্ষে পদার্পণ করেছে। বাঁশ ও দড়ি দিয়ে বিভিন্ন নকশায় সাজিয়ে গড়ে তোলা হয়েছে মণ্ডপ। ক্ষুদ্র রামপুর বিবেকানন্দ ক্লাবের পুজোর ৪৩ তম বর্ষ। পুজোর থিম হীরক রাজার দেশে। চলচ্চিত্রের হীরক রাজার দেশের বিভিন্ন চরিত্র ফুটিয়ে তুলেছে তারা। রানাবাঁধ ছাতিমতলা লক্ষ্মীপুজো কমিটির পুজো ৩৯তম বর্ষে পা দিয়েছে। পুজোর থিম শিবশক্তি। একাধিক শিবলিঙ্গে সাজিয়ে তোলা হচ্ছে মণ্ডপ। শক্তিমান ক্লাবের পুজোর ৩৮তম বর্ষ। পুজোর থিম, সূর্য। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আলোর মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপে। রানাবাঁধ লক্ষ্মীমাতা ক্লাবের পুজোর ৪৫তম বর্ষ। থিম, বোতল দিয়ে জীবন শুরু বোতল দিয়ে শেষ। দুধের বোতল, ওষুধের বোতল, মাদক সেবনে জীবনের শেষ পরিণতি পর্যন্ত ফুটিয়ে তোলা হয়েছে মণ্ডপে। বেলবাঁধ রবীন্দ্র সঙ্ঘের পুজো ৩০ তম বর্ষে পদার্পণ করেছে। থিম থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির। পেন্সিল দিয়ে তৈরি করা হয়েছে মণ্ডপ। বেলবাঁধ নেতাজি সঙ্ঘের পুজোর ৪৭তম বর্ষ। পুজোর থিম বাস্তুতন্ত্র। বিভিন্ন পোকাকে ব্যাঙ খাদ্য হিসেবে গ্রহণ করছে। ব্যাঙ খাচ্ছে সাপ, সাপকে খাচ্ছে পাখি, নেউল। প্রকৃতির জীবনচক্র ফুটিয়ে তুলেছে তারা। পাটকাঠি দিয়ে প্যান্ডেল তৈরি করেছে নাইটা উত্তরপাড়া লক্ষীপুজো কমিটি। মন্দিরের আদলের তৈরি হয়েছে মণ্ডপ।
সেজে উঠেছে নেতাজি সঙ্ঘের মণ্ডপ। - নিজস্ব চিত্র
2Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা