কলকাতা

পোস্ট অফিসে চুরির চেষ্টা, নয়া গ্যাংয়ের কাজ, সন্দেহ পুলিসের

সংবাদদাতা, বজবজ: মহেশতলার ২৭ নম্বর ওয়ার্ডের বড়পুকুর পাড়ের কাছে বাটানগর পোস্ট অফিসে দুঃসাহসিক চুরির চেষ্টা হয়েছে। ওই ডাকঘরের পিছনের দিকের গ্রিল ভেঙে চোরের দল ভিতরে ঢুকে সব জিনিসপত্র লণ্ডভণ্ড করেছে। টাকা রাখার ভল্ট যে ঘরের ভিতর থাকে, সেই ঘরের দরজার বড় তালাও ভাঙে তারা। এরপর ভল্ট ভাঙার চেষ্টা করে। যদিও তাতে সফল হয়নি।
পুলিস ও ডাকঘরের কর্মীদের ধারণা, শনিবার মধ্যরাত থেকে সোমবার রাতের ভিতর এই ঘটনা ঘটে থাকতে পারে। কারণ এ’কদিন পোস্ট অফিস ছুটি ছিল। ফলে কোনদিন ওই ঘটনা ঘটেছে, তা পুলিস নিশ্চিত করতে পারেনি। জেলা পুলিসের এক আধিকারিক বলেন, মঙ্গলবার সকালের দিকে ওই ডাকঘরের এক অস্থায়ী কর্মী অফিস খুলে ভিতরে ঢোকার পর এই অবস্থা নজরে আসে তাঁর। তিনি অন্যঘরগুলিতে গিয়ে দেখতে পান, সব ঘরের তালা ভাঙা। খবর যায় মহেশতলা থানায়। দুপুরে পুলিসের সামনে ভল্ট খোলা হয়। দেখা যায় ভল্ট ঠিক আছে। অন্য জিনিস যাচাই করে দেখা হয়। চুরি হয়েছে এমন কিছুর হদিশ মেলেনি। পুলিসের এক আধিকারিক বলেন, কম্পিউটারে হাত দেয়নি চোরের দল। আসলে ভল্ট ভেঙে টাকা নিতে এসেছিল। কিন্ত সফল হয়নি। অন্যদিকে, এই চুরির পিছনে নতুন কোনও গ্যাং কাজ করেছে বলে ধারণা পুলিসের। কারণ অনুসন্ধান করে পুলিস দেখেছে, মহেশতলায় এতদিন যত চুরির ঘটনা ঘটেছে এবং তাতে যারা ধরা পড়েছে, তাদের কেউ এর পিছনে নেই। এটা নতুন গ্যাং করছে। কিন্তু তারা কারা? এর উত্তরই এখন খুঁজছে  পুলিস।
1d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহসুখ বৃদ্ধি ও সপরিবারে আনন্দ উপভোগ। অন্যের দোষের দায়বহন করতে হতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৭ টাকা৮৪.৮১ টাকা
পাউন্ড১০৮.৬৫ টাকা১১২.২০ টাকা
ইউরো৯১.৫৭ টাকা৯৪.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     September,   2024
দিন পঞ্জিকা