কলকাতা

অ্যালুমিনিয়াম কারখানায় আগুন

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরে ফের অগ্নিকাণ্ড। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে তপসিয়ার একটি অ্যালুমিনিয়াম কারখানায়। দমকলের ন’টি ইঞ্জিনের চেষ্টায় ঘণ্টা দুয়েকের মধ্যেই আগুন আয়ত্তে আসে। তবে, কারখানাটি সম্পর্ণরূপে ভস্মীভূত হয়ে যায়। এই ঘটনায় আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে, কোনও হতাহতের ঘটনা ঘটেনি। কোনও অগ্নি নির্বাপক ব্যবস্থা ছাড়াই ওই কারখানা চলছিল বলে জানা গিয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে দমকল দপ্তর।
তপসিয়ার ৮ নম্বর অবিনাশ চৌধুরী লেনে রয়েছে প্রায় ৫০০০ বর্গফুটের একটি অ্যালুমিনিয়াম সিট, চ্যানেল তৈরির কারখানা। দমকল সূত্রে খবর, সেখানেই এদিন পৌনে আটটা নাগাদ আগুন লাগে। যদিও, স্থানীয়রা জানাচ্ছেন, সাড়ে সাতটারও আগে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ন’টি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। তবে, দমকলকর্মীদের তৎপরতায় আগুন ছড়িয়ে পড়েনি। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই কারখানাটি অ্যালুমিনিয়ামের সামগ্রী উৎপাদন করে। 
প্রত্যক্ষদর্শী রিন্টু বলেন, আচমকাই ওই কারখানার ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখি আমরা। তখনই নিজেদের বাড়ি থেকে জল এনে আগুন নেভানোর চেষ্টা চলে। দমকলে খবর দেওয়া হয়। কিন্তু দাহ্য পদার্থ থাকায় আগুন চোখের পলকে ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে আসে দমকলের ২টি ইঞ্জিন। পরিস্থিতি বুঝে আরও সাতটি ইঞ্জিন আসে। স্বাভাবিকভাবেই ঘিঞ্জি এলাকায় বসতবাড়ি থাকায় আতঙ্কিত রয়েছেন স্থানীয় বাসিন্দারা। কীভাবে এমন জনবহুল এলাকায় এই কারখানা চলছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
দমকল কর্মীদের চেষ্টায় ৯টা বেজে ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও, আগুন পুরোপুরি নিভতে আরও আধ ঘণ্টা সময় লাগে। কীভাবে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। তবে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্টসার্কিটের জেরেই এই দুর্ঘটনা। 
2d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহসুখ বৃদ্ধি ও সপরিবারে আনন্দ উপভোগ। অন্যের দোষের দায়বহন করতে হতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৭ টাকা৮৪.৮১ টাকা
পাউন্ড১০৮.৬৫ টাকা১১২.২০ টাকা
ইউরো৯১.৫৭ টাকা৯৪.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     September,   2024
দিন পঞ্জিকা