কলকাতা

বাঁধ টপকে ঢুকছে জল, স্বরূপনগরে ইছামতী পাড়ের বাসিন্দারা উদ্বেগে

সংবাদদাতা, বসিরহাট: সোমবার ইছামতীর বাঁধ টপকে পার্শ্ববর্তী এলাকায়  জল ঢুকে পড়ে। এনিয়ে স্বরূপনগরের ইছামতীর পাড়ের বাসিন্দারা উদ্বেগে। কয়েকদিনের নিম্নচাপের বৃষ্টির ফলে বাঁধ উপচে জল ঢুকছে। ফলে ওই এলাকায় মাঠের ফসল থেকে পুকুরের মাছ বিরাটভাবে ক্ষতিগ্রস্ত। দীর্ঘদিন ধরে নদীবাঁধের সংস্কার না হওয়ায় এবং বেআইনিভাবে নদীর চরে বাড়ি তৈরি করায় এই বিপত্তি বলে অভিযোগ এলাকাবাসীদের।
প্রতিবছর বর্ষার সময় এই দৃশ্য দেখা যায় স্বরূপনগর ব্লকের শাড়াপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর, তরণীপুর, কাঁটাবাগান, নিশ্চিন্তপুর সহ বিস্তীর্ণ এলাকায়। এলাকার বাসিন্দা স্বপন দেবনাথ বলেন, আমরা পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ ছাড়াও একাধিক জায়গায় লিখিতভাবে আবেদন জানিয়েছি ইছামতী সংস্কার করার জন্য। কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনওরকম উদ্যোগ নেওয়া হয়নি। প্রতিবছর ইছামতীর জল ঢুকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় কৃষকদের। এলাকার বাসিন্দারাও চলাফেরা করতে সমস্যায় পড়ে। আমরা চাই ইছামতী সংস্কার করে পাকাপোক্তভাবে নদীর পাড় বাঁধানো হোক। এই বিষয়ে শাড়াপুল গ্রাম পঞ্চায়েতের সদস্য জাহাঙ্গীর মণ্ডল বলেন, আমরা জেলা পরিষদকে দ্রুত ইছামতীর বাঁধ সংস্কারের ব্যাপারে অনুরোধ করব। এদিকে, জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী এই ব্যাপারে বলেন, আমি নিজে আজ, মঙ্গলবার স্বরূপনগরের ওই এলাকা পরিদর্শনে যাচ্ছি। তবে ইতিমধ্যেই আমরা সেচদপ্তরকে ওখানে বাঁধের দিকে নজর রাখতে বলেছি। এছাড়া চাল, ত্রিপল সহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রীও মজুত রাখতে বলেছি।
2d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহসুখ বৃদ্ধি ও সপরিবারে আনন্দ উপভোগ। অন্যের দোষের দায়বহন করতে হতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৭ টাকা৮৪.৮১ টাকা
পাউন্ড১০৮.৬৫ টাকা১১২.২০ টাকা
ইউরো৯১.৫৭ টাকা৯৪.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     September,   2024
দিন পঞ্জিকা