কলকাতা

৩ বছরের শিশুকন্যার আঙুল কেটে ‘দেবী’কে  উৎসর্গ করে খুন, ঠাকুমা-কাকিমার যাবজ্জীবন

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ‘দেবী’ নাকি স্বপ্নাদেশ দিয়েছিলেন। তাঁকে রক্ত দিয়ে সন্তুষ্ট করতে পারলেই ফিরবে সবার ভাগ্য। কিন্তু, সেই ধর্মীয় গোঁড়ামির মাশুল দিতে হয়েছিল তিন বছরের এক ফুটফুটে শিশুকন্যাকে। প্রথমে তাঁর হাতের আঙুল কেটে উৎসর্গ করা হয়েছিল দেবীকে। যন্ত্রণায় ছটফট করছিল শিশুটি। থামছিল না কান্না। তারপর মুখে প্লাস্টিকের প্যাকেট জড়িয়ে খুন। যারা এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছিল, তারা প্রত্যেকেই বাড়ির সদস্য। একজন শিশুর ঠাকুমা, অন্যজন কাকিমা। ঘটনার পর দু’জনকেই গ্রেপ্তার করেছিল পুলিস। ২০১৫ সালে নিউটাউন থানা এলাকায় ওই হত্যাকাণ্ডের অপরাধে ঠাকুমা ও কাকিমার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল বারাসত জেলা আদালত। ৯ বছর পর দোষীরা শাস্তি পাওয়ায় খুশি এলাকার মানুষ।
পুলিস সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছিল ২০১৫ সালের অক্টোবর মাসে। সাজাপ্রাপ্ত ঠাকুমার নাম আরতি নস্কর এবং কাকিমার নাম কবিতা নস্কর। ওই শিশুকন্যা বাড়ির উঠোনে খেলছিল। তারপর আচমকা উধাও হয়ে যায়। তার বাবা নিউটাউন থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন। বাবা ভেবেছিলেন, মেয়েকে কেউ অপহরণ করে খুন করেছে। ঘটনার তদন্তে নেমে পুলিস ঠাকুমার একটি শাড়িতে রক্তের দাগ পায়। তারপর জেরায় খুনের কথা কবুল করে ঠাকুমা ও কাকিমা। দু’জনকে গ্রেপ্তার করা হয়। চালের বস্তার ভিতর থেকে উদ্ধার করা হয়েছিল শিশুটির মৃতদেহ। ধৃতদের জেরা করে পুলিস জানতে পেরেছিল, এক ‘দেবী’ নাকি তাদের স্বপ্নাদেশ দিয়েছিল। সেই স্বপ্নাদেশ পূরণ করতেই তারা প্রথমে বাড়ির শিশুর আঙুল কেটে উৎসর্গ করার পরিকল্পনা করে। শিশুটির মুখ চেপে ধরে দু’জনে মিলে প্রথমে আঙুল কাটে। তারপর সেই কাটা আঙুল দেবীর কাছে উৎসর্গ করে তারা। এদিকে, আঙুল কাটার যন্ত্রণায় কাতরাচ্ছিল ওই শিশু। গলগল করে রক্ত বের হচ্ছিল। তারপর ঠাকুমা ও কাকিমা মিলে শিশুটিকে খুন করে। প্রথমে শ্বাসরোধ করা হয়। মৃত্যু নিশ্চিত করতে তার মুখে প্লাস্টিকের ব্যাগ শক্ত করে বেঁধে দেওয়া হয়। যাতে অক্সিজেন নিতে না পারে। এখানেই শেষ নয়। খুনের পর যাতে ধরা না পড়ে, তার জন্য ঠাকুমা ও কাকিমা মিলে দেহ লোপাটের পরিকল্পনা করে। শেষমেশ চালের বস্তার মধ্যে দেহটি রেখে বস্তার মুখ বন্ধ করে দেওয়া হয় এবং সেটি তুলে রাখা হয় চিলেকোঠায়। পুলিস জানিয়েছে, ঘটনার পর অভিযুক্ত ঠাকুমা ও কাকিমাকে গ্রেপ্তার করা হয়েছিল। তারা জামিন পায়নি। জেল হেফাজতে রেখে চলছিল বিচার। গত ১৬ আগস্ট আদালত ঠাকুমা ও কাকিমার সাজা ঘোষণা করেছে। ( আদালতে দুই দোষী সাব্যস্ত।-নিজস্ব চিত্র )
23d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ভালো হবে। কেনাবেচা ক্রমশ বাড়বে। অর্থাগম ভাগ্য আজ অনুকূল। দেহে দুর্বলতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা