কলকাতা

হাসপাতালের সামনেই ফেলা হচ্ছে আবর্জনা, বারুইপুরে বাড়ছে ক্ষোভ

সংবাদদাতা, বারুইপুর: কুলপি রোডে বারুইপুর মহকুমা হাসপাতালের সামনের রাস্তায় দিনের পর দিন আবর্জনা পড়ে থাকছে। এই নিয়ে ক্ষুব্ধ বাসিন্দা থেকে পথচলতি মানুষ। কেন হাসপাতালের সামনে ডাম্পিং গ্রাউন্ড হবে সেই প্রশ্ন তুলেছেন তাঁরা। দুর্গন্ধে নাজেহাল হতে হচ্ছে মানুষদের। সমস্যায় গাড়িচালকরাও। বহু মানুষ হাসপাতালের সুপারের কাছে এ বিষয়ে অভিযোগ জানিয়েছেন। বারুইপুর পুরসভার ভাইস চেয়ারম্যান গৌতম দাস বলেন, ‘বিষয়টি দেখা হবে।’  
বারুইপুর মহকুমা হাসপাতালে প্রতিদিন ভিড় করেন কয়েক হাজার মানুষ। সুন্দরবনের কুলতলি, জয়নগর থেকে শুরু করে বারুইপুর, সোনারপুর, বিষ্ণুপুর, মগরাহাট এলাকার লোকজনও আসেন চিকিৎসার কারণে। এই গুরুত্বপূর্ণ হাসপাতালের গেটের সামনেই রাস্তার পাশে বারুইপুর পুরসভার সাফাইকর্মীরা আবর্জনা সংগ্রহ করে নিয়ে এসে ফেলেন। সেই আবর্জনা অফিস টাইমে বড় গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। এই সময় হাসপাতালের সামনে যানজট হয়। নাকাল হতে হয় গাড়ি চালকদের। পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিসকে। এই আবর্জনা তুলে নিয়ে যাওয়ার পরও অবশিষ্ট অংশ পড়ে থাকে। আবর্জনা ফেলার ফলে রাস্তার এক অংশ গর্ত হয়ে গিয়েছে। সেই জায়গায় বৃষ্টিতে জল জমে আবর্জনায় মিশে যায়। পচা দুর্গন্ধ হাসপাতালের ভিতর পর্যন্ত পৌঁছয়। রোগী থেকে শুরু করে রোগীর পরিবারের লোকজন জেরবার এই সমস্যায়। তাঁরা বলেন, হাসপাতালের সামনে কেন এই অবস্থা হবে? প্রতিদিন নরকযন্ত্রণা ভোগ করতে হচ্ছে। সব দেখে বুঝেও প্রশাসন চুপ। - নিজস্ব চিত্র
23d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ভালো হবে। কেনাবেচা ক্রমশ বাড়বে। অর্থাগম ভাগ্য আজ অনুকূল। দেহে দুর্বলতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা