কলকাতা

বন্ধ থাকবে মঙ্গলাহাট , ৮০ কোটি টাকার ক্ষতি, মাথায় হাত ব্যবসায়ীদের 

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: নবান্ন অভিযান নিয়ে কোনও ঝুঁকি নিতে রাজি নয় পুলিস-প্রশাসন। তাই আজ, মঙ্গলবার মঙ্গলাহাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাওড়া পুলিস কমিশনারেট। পাইকারি বা খুচরো—সব ধরনের বেচাকেনাই বন্ধ থাকবে বলে জানিয়ে দিয়েছে তারা। উদ্ভূত পরিস্থিতিতে মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। সামনেই পুজো। কয়েকদিনের মধ্যে জমে উঠবে পুজোর বাজার। তার জন্য দূরদূরান্ত থেকে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা এখন মঙ্গলাহাট থেকে পাইকারি দরে জামাকাপড় কিনবেন। ব্যবসার এই ভরা মরশুমে একদিন হাট বন্ধ থাকায় প্রায় ৮০ কোটি টাকা লোকসানের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তারপরও প্রশাসনের নির্দেশ শিরোধার্য করে সোমবার সন্ধ্যার মধ্যেই ব্যবসায়ীরা পসরা গুটিয়ে ফেলেছেন। রাতেই বাড়ির রাস্তা ধরেছেন ভিন জেলার ক্রেতা-বিক্রেতারা। 
হাওড়া ময়দান সংলগ্ন একাধিক রাস্তা ও বিস্তীর্ণ এলাকাজুড়ে বসে এই পাইকারি বস্ত্রহাট। খুচরো বিক্রিও চলে। হাটের দিন ফোরশোর রোড, চার্চ রোড, এম জি রোড সহ সংলগ্ন এলাকায় ঩ভিড় থিকথিক করে। প্রতি সপ্তাহের সোম ও মঙ্গলবার ভোররাত থেকে চলে বেচাকেনা। মঙ্গলাহাটের ১২টি বহুতল ভবনে সব মিলিয়ে প্রায় ৪০ হাজার ব্যবসায়ী রয়েছেন। দু’দিকের ফুটপাতে বসেন আরও প্রায় ২০ হাজার ব্যবসায়ী। হাওড়া, হুগলি দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, বীরভূম, বর্ধমান, নদীয়া থেকে প্রচুর ব্যবসায়ী আসেন। পাশাপাশি ওড়িশা, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, এমনকী উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি থেকে বহু ব্যবসায়ী পাইকারি দরে পণ্য নিয়ে যান এখান থেকে। মঙ্গলবার হাট বন্ধের নির্দেশে তাঁরা প্রত্যেকে লোকসানের মুখে পড়তে চলেছেন। সোমবার সন্ধ্যায় মঙ্গলাহাটের একাধিক ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠক করেন হাওড়া পুলিস কমিশনারেটের পদস্থ কর্তারা। রাতের মধ্যেই জিনিসপত্র গুটিয়ে এলাকা ফাঁকা করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এক ব্যবসায়ীর কথায়, ‘সপ্তাহে দু’দিন হাট বসে। কয়েকশো কোটির লেনদেন হয়। এর মধ্যে একটা দিন ব্যবসা পুরো বন্ধ থাকলে ব্যাপক লোকসান। পুজোর আগে বলে এখন ক্ষতি প্রায় চার গুন হবে।’ হাওড়া মঙ্গলাহাট ব্যবসায়ী সমিতির (সেন্ট্রাল) সভাপতি মলয় দত্ত বলেন, ‘আর জি করের ঘৃণ্য ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে যেভাবে সাধারণ মানুষ পথে নেমেছে, তাকে আমরা সমর্থন করি। আমরাও ন্যায় বিচার চাই। কিন্তু গুরুত্বপূর্ণ দিনে হাট বন্ধ রাখলে বিরাট লোকসান। তবে প্রশাসনের নির্দেশ আমাদের মানতেই হবে। কিছু করার নেই।’ পুজোর আগে একদিনের এই লোকসান তাঁরা কীভাবে সামাল দেবেন, বুঝে উঠতে পারছেন না। এদিন বীরভূমের ঝাড়খণ্ড সীমানাবর্তী এলাকা থেকে জামাকাপড় কিনতে এসেছিলেন রামনারায়ণ ভকত। তিনি বলেন, ‘অনেক মালপত্র কিনেছি। সকালে তো এখানে গাড়ি লোড করতেও দেবে না। রাতের মধ্যে সব গুছিয়ে কীভাবে ফিরব, বুঝতে পারছি না।’
মালপত্র তুলে নিচ্ছেন মঙ্গলাহাটের ব্যবসায়ীরা। -নিজস্ব চিত্র
25d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ভালো হবে। কেনাবেচা ক্রমশ বাড়বে। অর্থাগম ভাগ্য আজ অনুকূল। দেহে দুর্বলতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা