কলকাতা

দত্তপুকুরের মোচপোলে বিস্ফোরণের বর্ষপূর্তি, ধ্বংসস্তূপে ইলেক্ট্রিক সামগ্রী ঘিরে রহস্য

নিজস্ব প্রতিনিধি, বারাসত: গত বছর আজকের দিনে অর্থাৎ ২৭ আগস্ট মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছিল দত্তপুকুরের মোচপোল। ভয়ানক বিস্ফোরণে মৃত্যু হয় ১০ জনের। বছর ঘুরলেও এখনও ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে অবৈধ বাজি কারবারের সঙ্গে যুক্ত নানা সামগ্রীর টুকরো। সেই ধ্বংসস্তূপের মধ্যে পড়ে থাকা একটি অজানা বৈদ্যুতিন যন্ত্র বা যন্ত্রাংশ পড়ে থাকায় স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। এক বছর আগের ওই ঘটনার পর থেকে আতঙ্ক যেন এলাকাবাসীর নিত্যসঙ্গী হয়ে উঠেছে। তাঁরা বলছেন, ‘এখন কোথাও একটা কালিপটকা ফাটলে বা সাইকেলের টিউব ফাটলেও আমরা চমকে উঠি।’ 
গত বছর এমন দিনে সময়টা ঠিক সকাল ১০টা বেজে ১৫ মিনিট। শামসুল আলির বাড়িতে বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে গোটা মোচপোল গ্রাম। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একাধিক বাড়ি। একের পর এক পোড়া দেহ পড়ে থাকতে দেখা যায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের অন্তত ১০টি বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বোমা নাকি বাজির মশলা মজুত ছিল, তা নিয়ে শুরু হয় তুমুল চর্চা। অভিযোগ ওঠে, এলাকায় বেআইনি বাজি কারখানা চালাত মুর্শিদাবাদের জিরাত শেখ ও কেয়ামত আলি সহ আরও কয়েকজন। ঘটনার এক বছর পর এসে দেখা যাচ্ছে, ঘটনাস্থল কার্যত অবিকৃত অবস্থায় পড়ে রয়েছে। এলোমেলো পড়ে রয়েছে লোহার পাইপ, রডের ভাঙা অংশ। তার মধ্যেই একটি বৈদ্যুতিন যন্ত্র বা যন্ত্রাংশ পড়ে থাকতে দেখে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। পাশে পড়ে রয়েছে আরও একটি ‘ডিভাইস’। স্থানীয়দের দাবি, এই যন্ত্রটি কোনও একটি ড্রামের সঙ্গে জুড়ে রয়েছে। তাহলে কি এটি কোনও বিপজ্জনক বস্তু? উদ্বেগ বাড়ছে আতঙ্কিত গ্রামবাসীদের মধ্যে। 
সোমবার বিকেলে বিস্ফোরণস্থলের পাশে দাঁড়িয়ে আসুরা বিবি বলছিলেন, ‘আমি সম্পর্কে শামসুলের বউদি। বিস্ফোরণে আমার কানের এতটাই ক্ষতি হয় যে অপারেশন করাতে হয়েছে। এখন ভয় আমাদের নিত্যসঙ্গী। শামসুলের জন্যই আমাদের এত বদনাম। আমি মরতে মরতে বেঁচেছি।’ তিনি আরও জানান, ঘটনার দু’মাস তাঁরা বাড়ি ফিরতে পেরেছিলেন। স্থানীয় বাসিন্দা ছালেমা বিবি বলেন, ‘আতঙ্ক তো আছেই। জোরে কোনও শব্দ হলেই মনে হয়, আবার কোথায় কী হল! এক বছর আগের সেই বীভৎস দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে।’ 
25d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ভালো হবে। কেনাবেচা ক্রমশ বাড়বে। অর্থাগম ভাগ্য আজ অনুকূল। দেহে দুর্বলতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা