কলকাতা

আজ স্বাভাবিক থাকবে ট্রেন ও মেট্রো পরিষেবা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘ছাত্র সমাজের’ তরফে আজ, মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। এই কর্মসূচি ঘিরে পুলিস-প্রশাসনের সঙ্গে আন্দোলনকারীদের সংঘাত চরমে ওঠার আশঙ্কা করছেন অনেকে। তাই অপ্রীতিকর ঘটনা এড়াতে আগাম প্রস্তুতি সেরে রেখেছে কলকাতা ও রাজ্য পুলিস। নবান্ন অভিযানের জেরে কলকাতা ও হাওড়ার বিভিন্ন রাস্তায় যানজটের আশঙ্কা রয়েছে। পাশাপাশি, সিদ্ধান্ত নেওয়া হয়েছে সড়কপথের একাধিক অংশে রাস্তা বন্ধ সাময়িকভাবে রাখার। স্বভাবতই বাস, মিনিবাস, ট্যাক্সি, অটো রিশক চলাচল বিঘ্নিত হতে পারে। 
এক্ষেত্রে যমজ শহরে আসা-যাওয়ার ক্ষেত্রে আজ বড় ভূমিকা নেবে ট্রেন ও মেট্রো রেল। রেলের তরফে জানান হয়েছে, আজ যাত্রী পরিষেবা স্বাভাবিক থাকবে। শিয়ালদহ-হাওড়া শাখায় নিত্যদিনের সূচি অনুযায়ীই চলবে ট্রেন। পাশাপাশি শহরের পাঁচটি রুটে অন্যান্য দিনের মতোই স্বাভাবিক থাকবে মেট্রো রেলের চলাচল। এক্ষেত্রে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটের মেট্রোর উপর বাড়তি ভরসা থাকবে সাধারণ যাত্রীদের এবং অন্দোলনকারীদেরও একাংশের। মনে করছে খোদ রেল কর্তারাই। কারণ, কলকাতার উপকণ্ঠ থেকে আন্দোলনের কেন্দ্রে সহজেই এই মেট্রো চেপে পৌঁছে যাওয়া যাবে। এক্ষেত্রে প্রতিটি মেট্রো স্টেশনকে বাড়তি নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
25d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ভালো হবে। কেনাবেচা ক্রমশ বাড়বে। অর্থাগম ভাগ্য আজ অনুকূল। দেহে দুর্বলতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা