কলকাতা

স্ত্রীর মৃত্যু ঘিরে বিতর্ক, বাবা-মা সহ গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার

সংবাদদাতা, বজবজ: নারী নির্যাতন ও গৃহবধূর মৃত্যু সংক্রান্ত কোনও অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে আইনের পদক্ষেপ করতে হবে। কোনওভাবে তা ফেলে রাখা যাবে না। ডায়মন্ডহারবার পুলিস জেলার আওতায় থাকা সব থানাকে এই নির্দেশ দেওয়া হয়েছে। আর জি কর হাসপাতালের চিকিৎসকের উপর পাশবিক অত্যাচার ও খুনের পর পুলিসের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। শুধু তাই নয়, হাইকোর্টও সমালোচনা করেছে। ডায়মন্ডহারবার পুলিস জেলা সূত্রে জানা গিয়েছে, একারণেই কোনও ঝুঁকি নিতে চাইছে না পুলিসের শীর্ষ পদাধিকারীরা। তাই সব থানাকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি থানাগুলিকে সিভিক ভলান্টিয়ারদের ব্যাপারে সজাগ থাকতে বলা হয়েছে। যাতে কোনও বিতর্কে আর জি কর কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের মতো কোনও সিভিক ভলান্টিয়ারের নাম না জড়ায়। এতে পুলিসের ভাবমূর্তি নষ্ট হয়।
জেলা পুলিসের এক পদাধিকারী বলেন, ওই নির্দেশের পর কাজ হয়েছে। শনিবারই নোদাখালি থানার এক সিভিক ভলান্টিয়ারের স্ত্রীর মৃত্যু হয়। তাঁর মৃত্যু নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, ওই সিভিক ভলান্টিয়ার প্রভাবশালী। তাই স্ত্রীকে খুন করার পর বিষয়টি ধামাচাপা দিতে প্রভাব খাটিয়েছে। যে কারণে খুনের মামলা দায়ের না করে অস্বাভাবিক মৃত্যুর কেস রুজু করার চেষ্টা হয়েছে। প্রসঙ্গত, সাতগাছিয়ার খাঁ পাড়ার বাসিন্দা ওই সিভিক ভলান্টিয়ারের স্ত্রী শনিবার ভোরে মারা যান। এই মৃত্যুকে স্বাভাবিক বলে চালানোর চেষ্টা করে স্বামী ও পরিবার। সেকারণেই তারা ময়নাতদন্ত করতে চায়নি। পরবর্তীকালে মৃতার বাপের বাড়ির লোকজন খুনের অভিযোগ করায়, সেইমতো কেস রুজু হয়েছে। জেলা পুলিসের ওই আধিকারিক বলেন, আসলে মৃতার মা নিজেই ময়নাতদন্ত করাতে চাননি। তাই তা হয়নি। ওইদিন দুপুরের পর মৃতার পরিবারের তরফে থানায় অভিযোগ করায় সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়েছে পুলিস। ততক্ষণে ওই সিভিক ভলান্টিয়ারকে ঘিরে বিতর্ক শুরু হয়ে যায়। এই বিতর্ক এড়াতেই নোদাখালি থানা কোনও ঝুঁকি নেয়নি। রাতে ওই সিভিক ভলান্টিয়ার সহ শ্বশুর ও শাশুড়িকে পুলিস গ্রেপ্তার করেছে। আদালতের নির্দেশে সিভিক ভলান্টিয়ার আপাতত পুলিসের হেফাজতে। এদিন ওই গৃহবধূর দেহ ময়নাতদন্ত করা হয়েছে।
25d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ভালো হবে। কেনাবেচা ক্রমশ বাড়বে। অর্থাগম ভাগ্য আজ অনুকূল। দেহে দুর্বলতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা