কলকাতা

বারুইপুর মহকুমা হাসপাতালে মহিলা চিকিৎসককে গালিগালাজ, হুমকি

সংবাদদাতা, বারুইপুর: এবার অ্যাম্বুলেন্স চালকদের দাদাগিরি। গাড়ি রাখার প্রতিবাদে মহিলা চিকিৎসককে অশালীন ভাষায় গালিগালাজ করে হুমকি দেওয়ার অভিযোগ। অকুস্থল বারুইপুর মহকুমা হাসপাতাল। এই ঘটনায় হাসপাতালের সুপার ও স্বাস্থ্য দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন মহিলা চিকিৎসক। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে বারুইপুর থানার পুলিস। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর ও পুলিস। জানা গিয়েছে, এই ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েছেন ওই চিকিৎসক।
বারুইপুর মহকুমা হাসপাতালের আয়ুর্বেদিক ডাক্তার শবরী সেনগুপ্ত। তাঁর অভিযোগ আয়ুর্বেদিক আউটডোরের সামনেই অ্যাম্বুলেন্স রাখা হয়। এর ফলে হাসাপাতালের কর্মী এবং রোগীদের যাতায়াত করতে সমস্যা দেখা হয়। বিষয়টি নিয়ে এর আগেও তিনি স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানিয়েছিলেন। সেই সময়ে বিষয়টির সাময়িক সমাধান হলেও ফের নতুন করে এই সমস্যা দেখা দেয়। ফলে ওই মহিলা চিকিৎসক অ্যাম্বুলেন্স রাখা নিয়ে ফের প্রতিবাদ জানান। অভিযোগ  এরপরই আজ অ্যাম্বুলেন্স চালকরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন ওই মহিলা চিকিৎসক। বিষয়টি তিনি ইতিমধ্যেই হাসপাতালের সুপার ও স্বাস্থ্য দপ্তরে জানিয়েছেন। হাসপাতালে রয়েছে বারুইপুর থানার পুলিসও। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা