কলকাতা

প্রেমিকাদের ‘আব্দার’ মেটাতে চুরি, ধৃত যুবক

নিজস্ব প্রতিনিধি, বারাসত: একাধিক প্রেমিকা! তাঁদের নিত্যনতুন আব্দার। তা মেটাতে পকেটও নিত্য খালি! কিন্তু প্রেমের জোয়ারে ভাসতে কিছু ঝুঁকি তো নিতেই হবে। তা যদি চুরিও হয়, পরোয়া নেই। প্রেমিকার মন রাখতে চুরির পথই বেছে নিয়েছিলেন যুবক, দাবি পুলিসের। টার্গেট ছিল স্কুল। স্কুলে চুরির টাকায় প্রেমিকাদের আব্দার মেটাত সে। কিন্তু অশোকনগরের একটি স্কুলে চুরি করার পরই লুকোচুরি খেলা শেষ। আপাতত ইতি প্রেমে! পুলিসের জালে ধরা পড়ল প্রেমিক দিলীপ দাস (৩৫)। পশ্চিম মেদিনীপুরের একটি বিলাসবহুল হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিস। ধৃতকে হেফাজতে নিয়ে তার কাছ থেকে চুরির ২৫ হাজার টাকা সহ তালা ভাঙার কিছু সরঞ্জাম উদ্ধার হয়েছে। জেরায় একাধিক স্কুলে চুরির কথা স্বীকার করেছে সে।  
পুলিস জানিয়েছ, দিলীপ নিয়মিত পানশালায় যাতায়াত করে। সেই সূত্রেই সেখানে তাঁর একাধিক প্রেমিকা রয়েছে। প্রেমিকাদের দাবি মতো টাকার বন্দোবস্ত করতে চুরিতে নামে। ধৃতের বাড়ি পশ্চিম মেদিনীপুরের বালিপোতায় হলেও অধিকাংশ রাতেই সে বিভিন্ন জায়গায় নামী হোটেলে থাকত। চুরির টাকাও খরচ করত জলের মতো। মূলত স্কুলে ঢুকে চুরি করত। থাকত নামী হোটেলে। আর চুরির টাকা পানশালায় খরচ করত এবং প্রেমিকাদের আব্দার মেটাত। গত ২৬ জুন রাতে চুরির ঘটনা ঘটে অশোকনগরের আদর্শ বালিকা বিদ্যালয়ে। ২৭ জুন বিদ্যালয়ের তরফে পুলিসের কাছে অভিযোগ দায়ের হয়। এরপরেই পুলিস তদন্ত শুরু করে। ১৭ আগস্ট পশ্চিম মেদিনীপুরের ডেবরার একটি হোটেল থেকে দিলীপকে গ্রেপ্তার করে পুলিস। হেফাজতে থাকাকালীন দিলীপকে জেরা করে চুরির টাকা সহ বেশ কিছু জিনিস উদ্ধার করে পুলিস। অশোকনগর থানার পুলিস জানিয়েছে, পানশালায় যাওয়ার কারণে তার একাধিক প্রেমিকা রয়েছে। তাই তাদের আব্দার মেটাতেই চুরি করত দিলীপ। এর আগেও চুরির অভিযোগে সে জেল খেটেছে। কিন্তু বদলায়নি। ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২৫ হাজার নগদ টাকা সহ সিসি ক্যামেরার যন্ত্রাংশ ও তালা ভাঙার সরঞ্জাম। স্থানীয় বাসিন্দা গুপি মজুমদার বলেন, এ তো দেখছি খুবই সৌখিন চোর! পুলিসের কথায়, কোনও জায়গায় চুরি করতে এলে নামী হোটেলে থাকত। হোটেলে থেকে রেকি করত। তারপর ৩-৫ দিনের মধ্যে অপারেশন করে ১-২ দিন বিশ্রাম নিয়ে চলে যেত অন্যত্র। এমন দুষ্কর্ম আগে কমই শোনা গিয়েছে। পানশালার প্রেমিকাদের জন্যই এত লড়াই, ভাবা যায়। সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষিকা মধুমিতা রায় বলেন, পুলিসের ভূমিকায় আমরা খুবই খুশি। 
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা