কলকাতা

আর জি করে মেটাল ডিটেক্টর, নিরাপত্তার দায়িত্বে ২ কোম্পানি সিআইএসএফ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুদূর অতীতে রাজ্যের কোনও হাসপাতালের নিরাপত্তা আধাসেনার নিয়ন্ত্রণে আসেনি। সর্বোচ্চ আদালতের নির্দেশ মোতাবেক দায়িত্বভার গ্রহণের আগে, বুধবার বেলায় আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বর সরেজমিনে ঘুরে দেখলেন সিআইএসএফ (কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী)-এর আধিকারিকরা। ক্যাজুয়ালিটি ব্লক সহ উঁচু বিল্ডিংগুলির ছাদে উঠে যান তাঁরা। বার্ডস আই ভিউ (পাখির চোখে) নেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আপাতত প্রায় ২ কোম্পানি বা ১৫১ জন আধাসেনার অধীনে থাকবে আর জি করের নিরাপত্তা। এই তথ্য জেনে শুধু আর জি কর নয়, রাজ্যের অন্যান্য মেডিক্যাল কলেজের চিকিৎসক-কর্মীরাও অবাক হয়ে গিয়েছেন। হাসপাতালের এক কর্তা বলেন, ‘নিরাপত্তার দিক থেকে আর জি করকে প্রায় দুর্গ বানিয়ে ফেলা হবে। মেটাল ডিটেক্টর বসবে। থাকবে কন্ট্রোল রুম। প্রধান প্রবেশদ্বারেই হবেই চেকিং। খানাতল্লাশির জন্য আলাদা ঘর থাকবে। মহিলা আধাসেনাদের জন্য আলাদা ঘর বরাদ্দ করা হবে।’ 
সূত্রের খবর, আপাতত আর জি কর কর্তৃপক্ষ প্রায় ২০০টি অতিরিক্ত সিসি ক্যামেরা বসিয়েছে। কিন্তু এদিন আধাসেনা হাসপাতালে ঘুরে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা চিহ্নিত করেছে। ফলে সেই সংখ্যা আরও বাড়তে পারে। সর্বোচ্চ আদালতের নির্দেশ পালনে এদিন সিআইএসএফের আইজি আসেন আর জি করে। ডিআইজি হাসপাতালেই ছিলেন। শেষ পাওয়া খবর, খোদ এডিজি (সিআইএসএফ) দিল্লি থেকে 
শহরে আসছেন আর জি করের নিরাপত্তা খতিয়ে দেখতে। এদিন বেলায় হাসপাতালের অতিরিক্ত সুপার তথা নিরাপত্তা বিষয়ক নোডাল অফিসার ডাঃ (মেজর) দ্বৈপায়ন বিশ্বাসকে সঙ্গে নিয়ে প্রতিটি ওয়ার্ড সহ বিভিন্ন জায়গা ঘুরে দেখে আধাসেনার এই প্রতিনিধিদল।
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা