কলকাতা

রাস্তা দখল করে বাইক পার্কিং গড়িয়া স্টেশন রোডে, ভোগান্তি

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: রাস্তার দু’ধারে বেআইনি বাইক পার্কিংয়ের ছড়াছড়ি। স্ট্যান্ডের বাইরে দাঁড়িয়ে রয়েছে অটো। যেখান-সেখান  থেকে যাত্রী তুলতেও সঙ্কোচ বোধ করছেন না টোটোচালকরা। ফলে গড়িয়া স্টেশন রোডে যানজটে নাকাল হচ্ছে মানুষ। দিনের ব্যস্ত সময়ে এখান দিয়ে যাতায়াত করতে রীতিমতো নাভিশ্বাস উঠছে সবার। স্টেশন সংলগ্ন মোড়ে কর্তব্যরত ট্রাফিক পুলিসের একেবারে নাকের ডগায়, রাস্তার উপরেই বাইক পার্কিংয়ের রমরমা। এই এলাকাটি রাজপুর সোনারপুর পুরসভার এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত। কাউন্সিলার পিন্টু দেবনাথের সঙ্গে নরেন্দ্রপুর ট্রাফিক বিভাগের বৈঠকও হয়েছে কয়েক দফায়। কিন্তু তারপরও যানজট কমানো যায়নি।
স্টেশনের ঠিক ঢোকার আগেই রাস্তার একধার ধরে চালকরা তাঁদের বাইক যেমন খুশি ভাবে পার্কিং করে চলে যাচ্ছেন। কেউ বাজার করছেন দীর্ঘক্ষণ ধরে, কেউ আবার বাইক রেখে আশপাশের দোকানে আড্ডা দিতে ব্যস্ত। রাস্তার একধার বাইকের ‘দখলে’ চলে যাওয়ায়, বাস অটো সহ অন্যান্য যানবাহনের গতি থমকে যাচ্ছে। অফিস টাইমে এসবের জন্যই যানজট সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। শুধু তাই নয়, গড়িয়া স্টেশনের স্ট্যান্ড থেকে যে বাসগুলি কলকাতার উদ্দেশ্যে যাচ্ছে, তারাও যাত্রী তোলার জন্য রেল ব্রিজের আগে অথবা পরে বহুক্ষণ দাঁড়িয়ে থাকছে। ফলে পিছন থেকে আসা গাড়ির লাইন লেগে যাচ্ছে। নরেন্দ্রপুর ট্রাফিক বিভাগের তরফে জানানো হয়েছে, প্রায়ই এখানকার বাসচালক বা যাঁরা অবৈধভাবে বাইক পার্কিং করেছেন, তাঁদের কেস দেওয়া হচ্ছে। কিন্তু তারপরও পরিস্থিতির বদল 
নেই। -নিজস্ব চিত্র
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা