কলকাতা

রাজপুর-সোনারপুর পুর এলাকায় গ্যাস সরবরাহের পাইপ বসানোর কাজ শুরু

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বাড়ি বাড়ি পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহ করতে পরিকাঠামো তৈরির কাজ শুরু হল দক্ষিণ ২৪ পরগনায়। প্রথম ধাপ হিসেবে মূল রাস্তায় পাইপ বসানোর কাজ শুরু করেছে বেঙ্গল গ্যাস কর্তৃপক্ষ। রাজপুর সোনারপুর পুরসভা কর্তৃপক্ষকে এই বিষয়ে চিঠি দিয়েছে তারা। প্রথম দফায় পুর এলাকার পিডব্লুডি আওতাধীন যেসব রাস্তা রয়েছে, সেগুলিই খুঁড়ে এই পাইপ বসানো হবে। সেই কাজই ইতিমধ্যে কামালগাজি বাইপাস দিয়ে, হরিণাভি হয়ে হরহরিতলায় শুরু হয়েছে। এই ধাপের কাজ শেষ হলেই পুরসভার অলিগলি ও অন্যান্য রাস্তাঘাটেও পাইপলাইন বসানো হবে বলে খবর।
চেয়ারম্যান পল্লব দাস বলেন, এই কাজ নিয়ে আমাদের আগেই চিঠি দেওয়া হয়েছিল। যেহেতু রাস্তাটি পিডব্লুডি দেখাশোনা করে, তাই তাদের অনুমতি নিয়েই খোঁড়াখুঁড়ি করছে বেঙ্গল গ্যাস কর্তৃপক্ষ। আমাদের নিয়ন্ত্রণাধীন রাস্তায় পাইপলাইন বসানোর আগে আবারও একবার বৈঠক হবে। তবে এই জেলায় আর কোন কোন জায়গায় এই পাইপলাইন বসানোর কাজ হবে, তা এখনও সম্পূর্ণভাবে ঠিক হয়নি। জেলা প্রশাসনের কাছেও এখনও এ বিষয়ে সম্পূর্ণ তথ্য নেই বলে জানা গিয়েছে। তাদের দাবি, পুরোটাই বেঙ্গল গ্যাস কর্তৃপক্ষ স্থানীয় পুর প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে করছে। এখন শুধু পাইপলাইন বসানোর কাজ শুরু হয়েছে। পরবর্তী পরিকল্পনা কী হবে, বৈঠক তো হবেই। - নিজস্ব চিত্র
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা