কলকাতা

প্রতিবাদে অবরুদ্ধ বাইপাস, ভোগান্তি

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর ও কলকাতা: ডার্বি বাতিল ও আর জি কর কাণ্ডে সুবিচারের দাবিতে রবিবার বিক্ষোভ ই এম বাইপাসে। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান দলের সমর্থক ও ফুটবলপ্রেমীরা বিক্ষোভ দেখালেন। এর ফলে ব্যাপক উত্তেজনা তৈরি হল সল্টলেক স্টেডিয়াম চত্বর ও সংলগ্ন এলাকায়। বিক্ষোভকারীদের অবরোধে দীর্ঘক্ষণ অবরুদ্ধ রইল শহরের এই গুরুত্বপূর্ণ রাজপথ। দুর্ভোগে পড়তে হল হাজার হাজার মানুষকে। অবরোধ তুলতে পুলিস লাঠিচার্জ করল। ৪০ জনের বেশি বিক্ষোভকারীকে আটক করে তোলা হল প্রিজন ভ্যানে। আন্দোলনকারীদের সঙ্গে দেখা গেল বিজেপি ও বাম নেতা-নেত্রীদের।
আগেই নিরাপত্তা ইস্যুতে বাতিল করা হয়েছিল রবিবারের ডার্বি। তবে রবিবার এই সিদ্ধান্তের বিরুদ্ধে জমা হল বিক্ষোভকারীরা। একই সঙ্গে ওঠল আর জি কর ধর্ষণ কাণ্ডের ইস্যুও। রবিবার দুপুরেই সাংবাদিক সম্মেলন করে ডার্বি বাতিলের ব্যাখ্যা দেন বিধাননগরের ডেপুটি পুলিস কমিশনার অনীশ সরকার। দু’টি কল রেকর্ড শুনিয়ে পুলিস জানায়, রবিবারের ম্যাচে দর্শকদের মধ্যে ঢুকে অশান্তি করার পূর্ব পরিকল্পনা ছিল কিছু ব্যক্তির। অ্যাসিড বোতল ও অস্ত্র নিয়ে হামলার পরিকল্পনা করেছিল তারা। সল্টলেক স্টেডিয়ামে প্রায় ৬৩ হাজার দর্শক সাধারণত এসব ম্যাচ দেখতে আসেন। তাই তাঁদের নিরাপত্তার স্বার্থে রবিবারের ডার্বি বাতিল করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হামলার পরিকল্পনা করার অভিযোগে পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর পাশাপাশি সংবাদমাধ্যমের কাছে উক্ত দু’টি কল রেকর্ড শেয়ার করে বিধাননগর কমিশনারেট। সাংবাদিক সম্মেলনে ডেপুটি পুলিস কমিশনার জানিয়ে দেন, জমায়েত করতে নিষেধ করা হয়েছিল। কারণ বিশৃঙ্খলা তৈরি করতে বেশ কিছু ব্যক্তি মাঠে ঢোকার পরিকল্পনা করেছিল। সল্টলেক স্টেডিয়াম এবং আশপাশের এলাকায় বিকেল চারটে থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা তথা নতুন বিএনএসএস অনুযায়ী, ১৬৩ ধারা জারি করা হয়। 
তবে বাস্তবে দেখা গিয়েছে, এদিন বিকেল চারটের আগে থেকেই স্টেডিয়ামের মূল গেট, ভিআইপি গেটের সামনে বিক্ষোভকারীরা জমা হতে শুরু করে। মোহনবাগান ও ইস্টবেঙ্গলের পতাকা হাতে ছিল তাদের। বিধাননগর ও কলকাতা পুলিস বিক্ষোভকারীদের সুভাষ সরোবরের দিকে হটিয়ে দেয়। তারপর অন্য একটি দল জড়ো হয় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালের কাছে। শুরু করে অবরোধ। তখন পুলিস লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয় বলে অভিযোগ ওঠে। এর পাশাপাশি পুলিসের ধরপাকড় শুরু হয়। পুলিসের হাত থেকে বাঁচতে অনেকে ওই হাসপাতালের ভিতরে ঢুকে যান। ততক্ষণে বেলেঘাটা বিল্ডিং মোড়ের দিকেও অবরোধ শুরু হয়ে যায়। কাদাপাড়া মোড় অবরুদ্ধ হয়ে পড়ে। বিক্ষোভে যোগ দেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। সস্ত্রীক আসেন মোহনবাগানের অধিনায়ক শুভাশিস বসু। তিনি বলেন, ‘এত ফুটবলপ্রেমী পথে নেমেছেন। তাই বাড়িতে বসে থাকতে পারলাম না।’
বিক্ষোভের জেরে বাইপাসের চিংড়িহাটা থেকে উল্টোডাঙাগামী রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। চিংড়িঘাটা ফ্লাইওভারের নীচে ব্যারিকেড দিয়ে গাড়ি নিউটাউনের দিকে সল্টলেক বাইপাস দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। অপর লেনের আংশিক অংশে পুলিস গাড়ি যাওয়ার রাস্তা করে দেয়। ইএম বাইপাস অবরুদ্ধ হয়ে যাওয়ায় বেঙ্গল কেমিক্যাল, কাদাপাড়া, বেলেঘাটা বিল্ডিং মোড়ে বাইপাসের উপর গাড়ি উঠতে পারেনি। সব মিলিয়ে যানজট তৈরি হয়। চূড়ান্ত দুর্ভোগের শিকার হতে হয় সাধারণ মানুষকে। অন্যদিকে বিক্ষোভ হয় হাওড়া ও হুগলিতেও। হাওড়ার কদমতলা থেকে পাওয়ার হাউস মোড় পর্যন্ত মিছিল করেন মোহনবাগান ও ইস্টবেঙ্গল সমর্থকরা। হুগলি শ্রীরামপুর ও রিষড়াতেও দু’দলের সমর্থকরা মিছিল করে প্রতিবাদ জানান। -নিজস্ব চিত্র
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অতিরিক্ত কর্মের চাপ গ্রহণ করে বেকায়দায় পড়তে পারেন। নতুন কর্মলাভের সম্ভাবনা। আয় বাড়বে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা