খেলা

আজ জয়ের ছন্দ বজায় রাখাই লক্ষ্য ইস্ট বেঙ্গলের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে কলকাতা লিগে সুপার সিক্সে জায়গা আগেই নিশ্চিত করেছে ইস্ট বেঙ্গল। শুক্রবার ঘরের মাঠে ক্যালকাটা পুলিসের বিরুদ্ধে তাই লড়াইটা কার্যত নিয়মরক্ষার। তবে গ্রুপ পর্বের পয়েন্ট যেহেতু চ্যাম্পিয়নশিপ রাউন্ডে যোগ হবে, তাই জয়ের ছন্দ বজায় রাখতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড। ১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে পুলিসের দলটি। তাই প্রতিপক্ষকে মোটেই হাল্কাভাবে নিতে নারাজ কোচ বিনো জর্জ। তাঁর কথায়, ‘লিগের প্রতিটি ম্যাচ আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কোনও প্রতিপক্ষই দুর্বল নয়। আমাদের লক্ষ্য পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া। ছেলেরাও সেই মতো প্রস্তুতি সেরেছে।’
গতবার অল্পের জন্য লিগ খেতাব হাতছাড়া হয়েছিল ইস্ট বেঙ্গলের। তবে এবার আর পিছনে ফিরে তাকাতে নারাজ লাল-হলুদ কোচ। মরশুমের শুরু থেকেই দারুণ ছন্দে রয়েছেন জেসিন-বিষ্ণুরা। গত সোমবার লখনউয়ে আয়োজিত ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বীর কাছে টাই-ব্রেকারে বশ মানে লাল-হলুদ ব্রিগেড। তবে লিগের লড়াইয়ে সেই ফল কোনও প্রভাব ফেলবে না বলেই মত লাল-হলুদ কোচের। মোহন বাগানের বিরুদ্ধে হাল্কা চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন হীরা মণ্ডল। পুলিসের বিরুদ্ধে তাঁকে পাওয়া যাবে বলেই আশাবাদী টিম ম্যানেজমেন্ট। একইসঙ্গে আইএসএলের আগে রিজার্ভ দলের ফুটবলারদের পারফরম্যান্সের উপর নজর থাকবে সিনিয়র কোচ কার্লেস কুয়াদ্রাতের।
ইস্ট বেঙ্গল মাঠে ম্যাচ শুরু দুপুর তিনটেয়। সম্প্রচার ২৪ ঘণ্টায়।
10d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আয় বৃদ্ধি ও গৃহসুখ বৃদ্ধি। কর্মস্থলে সাফল্য ও প্রশংসা লাভের সম্ভাবনা। শরীর-স্বাস্থ্য বুঝে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১০ টাকা৮৪.৮৪ টাকা
পাউন্ড১০৮.৬৪ টাকা১১২.১৯ টাকা
ইউরো৯১.৫৩ টাকা৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     September,   2024
দিন পঞ্জিকা