খেলা

ঘরোয়া লিগে লজ্জা বাড়াচ্ছে সবুজ-মেরুন

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দু’একটা কাক, চড়ুই ছাড়া প্রায় ফাঁকা গ্যালারি। ঘরোয়া লিগে মোহন বাগান বনাম কালীঘাট স্পোর্টস লাভার্সের ম্যাচে হাজির হাতে গোনা কয়েকজন ফুটবলপ্রেমী। ম্যানেজমেন্টের সৌজন্যে সবুজ-মেরুন সমর্থকরাও প্রিয় দল নিয়ে উৎসাহ হারাচ্ছেন। ঘরোয়া লিগে ড্র কিংবা হার নিত্যসঙ্গী। প্রতি ম্যাচে লজ্জা বাড়াচ্ছে মোহন বাগান। জুনিয়র দলের জেতাটাই এখন খবর। হতাশা বাড়াতে কেনই বা সমর্থকরা মাঠে আসবেন? থিঙ্কট্যাঙ্কের উচিত এই ছেলেখেলা বন্ধ রাখা। ঐতিহ্যের সবুজ-মেরুন জার্সি পরে মাঠে নামছেন অযোগ্য সুমিত রাঠিরা। সিনিয়র দলের চাকচিক্যের মাঝেও প্রদীপের নীচে জমাট অন্ধকার। জুনিয়র ডেভেলপমেন্ট নিয়ে ম্যানেজমেন্ট মোটেও ভাবিত নয়। অথচ সমালোচনা করলে তাদের গোঁসা হয়। এদিন ডেগি কার্ডোজো ব্রিগেডকে প্রায় নাকানিচোবানি খাওয়ালো প্রতিপক্ষ। কালীঘাট স্পোর্টস লাভার্সের ২-১ ব্যবধানে দুরন্ত জয়ের নায়ক পোড়খাওয়া কোচ জহর দাস। একটা সময় মোহন বাগান সিনিয়র দলের দায়িত্বও সামলেছেন তিনি। ম্যাচের পর তাঁর মন্তব্য, ‘এই মোহন বাগানের কোনও পেনিট্রেশন নেই। এটাই বাস্তব। বড় দলের খেলা দেখে অবাক হতে হয়। আরও বেশি গোলে জেতা উচিত ছিল।’
শুরু থেকেই দাপট দেখায় কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েসন। ৩৬ মিনিটে হোরামের লক্ষ্যভেদে এগিয়ে যায় জহরের দল (১-০)। মিজো ফুটবলারের গতি সামলাতে হিমশিম খেল মোহন বাগান। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে পালতোলা নৌকাকে সমতায় ফেরান আদিল আবদুল্লা (১-১)। কিন্তু শেষরক্ষা হয়নি। অনামী হোরাম, বিশাল, আশিসরা বল তাড়া করতেই ভাঙল মোহন বাগান দুর্গ। ৭১ মিনিটে বাঁ দিক থেকে তরতরিয়ে উঠে গড়ানো মাইনাস করেন হোরাম। চলতি বল ডান পায়ের গোলার মতো শটে জালে জড়ান সৈকত সরকার (২-১)। বিপক্ষ গোলরক্ষকের কিছুই করার ছিল না। এমন কপিবুক গোল দীর্ঘ অনুশীলনের ফসল। এই জয়ের পর ১২ ম্যাচে কালীঘাট স্পোর্টস লাভার্সের সংগ্রহ ১৯ পয়েন্ট। সুপার সিক্সে অবশ্য তারা পৌঁছতে পারেনি। অন্যদিকে, ১১ ম্যাচে মোহন বাগানের প্রাপ্তি মাত্র ১৬ পয়েন্ট। গ্রুপে আপাতত সপ্তম স্থানে ডেগি কার্ডোজোর দল। 
10d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আয় বৃদ্ধি ও গৃহসুখ বৃদ্ধি। কর্মস্থলে সাফল্য ও প্রশংসা লাভের সম্ভাবনা। শরীর-স্বাস্থ্য বুঝে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১০ টাকা৮৪.৮৪ টাকা
পাউন্ড১০৮.৬৪ টাকা১১২.১৯ টাকা
ইউরো৯১.৫৩ টাকা৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     September,   2024
দিন পঞ্জিকা