খেলা

বাংলাদেশকে হাল্কাভাবে নিতে চান না ঋষভ পন্থ

নয়াদিল্লি: দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ভারতে আসছে বাংলাদেশ। তাই টাইগার বাহিনীকে হাল্কাভাবে নিতে রাজি নন ঋষভ পন্থ। তিনি জানিয়েছেন, ‘উপমহাদেশের পিচে পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মতো দলগুলি ভালোই পারফর্ম করে। সেকথা মাথায় রেখে আমরা প্রস্তুতি নিচ্ছি। তবে প্রতিপক্ষকে নিয়ে খুব বেশি না ভেবে, আমাদের লক্ষ্য থাকবে মাঠে নেমে একশো শতাংশ উজাড় করে দেওয়া। আসলে আন্তর্জাতিক ক্রিকেটে কোনও সিরিজকেই হাল্কাভাবে নেওয়া ঠিক নয়। জয়-পরাজয়ের মধ্যে ব্যবধান খুবই কম থাকে। সামান্য ভুলচুকের বড় খেসারত গুণতে হয়।’
বাংলাদেশ সফরের প্রস্তুতি হিসেবে ভারতীয় টেস্ট দলের অনেক সদস্যই দলীপ ট্রফিতে খেলছে। মূলত ম্যাচ প্র্যাকটিস সেরে নিতে চাইছেন তাঁরা। ভারতীয় বি দলের হয়ে খেলছেন ঋষভ। তিনি বলেছেন, ‘ম্যাচ প্র্যাকটিসের জন্য দলীপ ট্রফির মতো ঘরোয়া র্টুর্নামেন্টে খেলার সুযোগ কাজে লাগানো উচিত। সামনে রয়েছে দশটি টেস্ট। বাংলাদেশের বিরুদ্ধে দু’টি ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্ট খেলে আমরা পাড়ি দেব অস্ট্রেলিয়ায়। সেখানেও লাল বলের পাঁচটি ম্যাচ হবে। আপাতত টেস্ট ফরম্যাটকেই বেশি গুরুত্ব দিচ্ছি আমরা। কারণ, আগামী বছর রয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। তাই ভুলত্রুটি শুধরে নেওয়ার সুযোগ পাব দলীপ ট্রফিতে। তাছাড়া ভারতীয় দলের ক্রিকেটাররা খেললে নতুনরা উৎসাহিত হয়। অভিজ্ঞতা ভাগ করে নেওয়ারও সুযোগ থাকে।’
লাল বলের ক্রিকেট নিয়ে ঋষভ পন্থকে একটু বেশি আবেগপ্রবণ দেখাচ্ছে অন্য কারণেও। ২০২২ সালে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন তিনি। চোট এতটাই গুরুতর ছিল যে, তাঁর ক্রিকেট কেরিয়ার প্রশ্নের মুখে পড়েছিল। কঠিন লড়াই ও দীর্ঘ রিহ্যাবের মধ্যে দিয়ে ঋষভ ফিরে আসেন জাতীয় দলে। তবে সীমিত ওভারের ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটলেও টেস্টে এখনও মাঠে নামেননি তিনি। এই প্রসঙ্গে ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যানটি বলেন, ‘দুর্ঘটনার পরেও আমি কখনও হাল ছাড়িনি। বিশ্বাস ছিল ভারতীয় দলে ফেরার। গত ছ’মাসে ধীরে ধীরে ছন্দ ফিরে পেয়েছি। টি-২০ বিশ্বকাপ জয় অনেকটাই বাড়িয়েছে মনোবল। তা কাজে লাগিয়ে এবার টেস্ট ক্রিকেটেও চেনা ছন্দ মেলে ধরতে চাই।’
10d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আয় বৃদ্ধি ও গৃহসুখ বৃদ্ধি। কর্মস্থলে সাফল্য ও প্রশংসা লাভের সম্ভাবনা। শরীর-স্বাস্থ্য বুঝে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১০ টাকা৮৪.৮৪ টাকা
পাউন্ড১০৮.৬৪ টাকা১১২.১৯ টাকা
ইউরো৯১.৫৩ টাকা৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     September,   2024
দিন পঞ্জিকা