খেলা

ম্যাকলারেনের ফেরা নিয়ে ধোঁয়াশায় মোলিনা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএসএল শুরু হতে বাকি আর মাত্র ৮ দিন। তবু জেমি ম্যাকলারেনের মাঠে নামা নিয়ে কোনওরকম আভাস দিতে পারলেন না মোহন বাগান কোচ হোসে মোলিনা। বুধবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন আইএসএলের সাত ফ্র্যাঞ্চাইজি দলের কোচ ও ফুটবলাররা। ম্যাকলারেন প্রসঙ্গে সবুজ-মেরুন হেডস্যরের মন্তব্য, ‘জেমি এখনও চোটমুক্ত নয়। জানি না, ও কবে ফিরবে। সেটা চিকিৎসকই বলতে পারবেন।’ উল্লেখ্য, চলতি মরশুমে মোটা অঙ্কের বিনিময়ে অস্ট্রেলিয়ান লিগ থেকে ম্যাকলারেনকে সই করিয়েছে মোহন বাগান থিঙ্কট্যাঙ্ক। তবে ডুরান্ড কাপের প্রস্তুতির সময় ঘাড়ে চোট পান এ লিগের সর্বকালের অন্যতম সেরা স্ট্রাইকার। সম্প্রতি অস্ট্রেলিয়ায় অস্ত্রোপচার হয়েছে তাঁর। বাগান কোচের মন্তব্যে ম্যাকলারেনকে নিয়ে ধোঁয়াশা আরও বাড়ল।
আগামী ১৩ সেপ্টেম্বর কলকাতায় আইএসএলের জমকালো উদ্বোধন। তার আগে এদিন একই মঞ্চে উপস্থিত কলকাতার তিন প্রধান ছাড়াও নর্থইস্ট ইউনাইটেড, পাঞ্জাব এফসি, জামশেদপুর এফসি ও ওড়িশা এফসি। ঝলমলে ফটোসেশনের পাশাপাশি খোলামেলা মেজাজে ধরা দিলেন তাদের প্রতিনিধিরা। মরশুম শুরুর আগে দু’মাসের প্রস্তুতি সেরে ফেলেছে ইস্ট বেঙ্গল। কোচ কার্লেস কুয়াদ্রাত বলছেন, ‘আইএসএলে অনেক মেপে পা ফেলতে হয়। আমাদের প্রাথমিক লক্ষ্য শেষ ছয়ে জায়গা পাকা করা।’ তবে ফুটবলারদের চোট আঘাত নিয়ে চিন্তায় স্প্যানিশ কোচ। উইং-ব্যাক পজিশনেও তাঁর হাতে বিকল্প কম। লাল-হলুদ মিডিও শৌভিক চক্রবর্তী জানালেন, ‘আইএসএলের পাশাপাশি ডার্বি জিততে মরিয়া আমরা। এবার মহমেডানের অন্তর্ভুক্তির ফলে বড় ম্যাচের সংখ্যা বেড়েছে। সেটা বাংলার ফুটবলের বড় বিজ্ঞাপন।’ অন্যদিকে, গত মরশুমে আই লিগে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে আইএসএলের ছাড়পত্র আদায় করেছে মহমেডান স্পোর্টিং। তবে প্রস্তুতির নিরিখে শহরের দুই প্রতিদ্বন্দ্বীর থেকে অনেকটাই পিছিয়ে রেড রোডের ধারের ক্লাব। মাত্র কিছুদিন হল প্র্যাকটিস শুরু করেছে তারা। দেরির কারণ ঠিক কী? সাদা-কালো ব্রিগেডের কোচ আন্দ্রে চেরনিশভের বক্তব্য, ‘একটা দলকে সংঘবদ্ধ করতে কমপক্ষে ৪৫ দিন সময় লাগে। তবে আমরা নতুন। তাই সবকিছু গুছিয়ে উঠতে সময় লাগছে।’
অপরদিকে, নতুন মরশুম নিয়ে বক্তব্য রাখতে গিয়ে কলকাতার দলগুলিকে খোঁচা দিতে ভোলেননি ওড়িশা কোচ সের্গিও লোবেরা। তাঁর মন্তব্য, ‘অনেক দল ট্রফি জেতার চাপ নিয়ে খেলবে। তবে আমরা ফুটবলটা উপভোগ করতে চাই।’ জামশেদপুর এফসি’র কোচ খালিদ জামিল জানালেন, ‘গতবার মাঝ মরশুমে দলের দায়িত্ব পেয়েছিলাম। তাই একটু অসুবিধা হচ্ছিল। তবে এবার সেই সমস্যা হবে না। চেষ্টা করব ভুলের সংখ্যা কমানোর। তাহলেই সাফল্য আসবে।’
11d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আয় বৃদ্ধি ও গৃহসুখ বৃদ্ধি। কর্মস্থলে সাফল্য ও প্রশংসা লাভের সম্ভাবনা। শরীর-স্বাস্থ্য বুঝে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১০ টাকা৮৪.৮৪ টাকা
পাউন্ড১০৮.৬৪ টাকা১১২.১৯ টাকা
ইউরো৯১.৫৩ টাকা৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     September,   2024
দিন পঞ্জিকা