খেলা

স্পিনের বিরুদ্ধে ডিফেন্স আরও মজবুত করাই লক্ষ্য শুভমানের

বেঙ্গালুরু: টেস্ট ক্রিকেটে পায়ের তলার জমি আরও শক্ত করাই লক্ষ্য শুভমান গিলের। তাই টেকনিকের উপর বাড়তি জোর দিচ্ছেন তিনি। দলীপ ট্রফির মঞ্চকে বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের মহড়া হিসেবে কাজে লাগাতে চান তরুণ এই ব্যাটার। আসলে সদ্য সমাপ্ত পাকিস্তান সফরে বাংলাদেশের স্পিনাররা দুরন্ত ফর্ম মেলে ধরেছেন। শুভমান তাই সতর্ক। ভারতের মাটিতে টাইগার বাহিনীর বিরুদ্ধে দু’টি টেস্ট হবে চেন্নাই ও কানপুরে, যেখানে স্পিনারদের প্রাধান্য দেখা যেতে পারে। সেকথা মাথায় রেখেই স্পিনের বিরুদ্ধে ডিফেন্স আরও মজবুত করার মহড়া শুরু করেছেন গিল। তিনি জানিয়েছেন, ‘টার্নিং ট্র্যাকে স্পিনের মোকাবিলা করে বড় রান করাই আমার লক্ষ্য। তার জন্য ডিফেন্স মজবুত করতে হবে। প্র্যাকটিসে এই বিষয়টি মাথায় রাখছি। আসলে টি-২০ ফরম্যাটের ম্যাচগুলি মূলত পাটা উইকেটে খেলা হয়। সেখানে বল খুব কম ঘোরে। ফলে শট চয়নে তেমন কোনও সমস্যা হয় না। তবে টেস্ট ক্রিকেটের পিচ একেবারেই অন্যরকম হয়। বিশেষ করে দেশের মাটিতে স্পিন সহায়ক উইকেটেই খেলতে হবে। তার জন্য ডিফেন্স মজবুত হওয়া জরুরি। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে আগের সিরিজে পরিকল্পনার সফল বাস্তবায়নেই প্রচুর রান করেছিলাম। তারপর টেস্ট ক্রিকেটে নিজের পারফরম্যান্স নিয়ে মোটেও সন্তুষ্ট হতে পারিনি। আরও ভালো কিছু করার অবকাশ রয়েছে। আমরা দশটা টেস্ট খেলব। তার মধ্যে দেশের মাটিতে হবে পাঁচটি। আপাতত সীমিত ওভারের চিন্তাভাবনা দূরে রেখে টেস্ট ক্রিকেট নিয়েই বেশি করে ভাবছি।’
টিম ইন্ডিয়ার লিডারশিপ গ্রুপে আছেন গিল। সেটা কি তাঁর উপর চাপ সৃষ্টি করছে? জবাবে ভারতের তারকা ব্যাটসম্যান বলেন, ‘ক্যাপ্টেন বা সাধারণ ক্রিকেটার— যে কোনও ভূমিকাতেই চাপ থাকে। তবে সেটা কাটিয়ে সেরা পারফরম্যান্স মেলার ক্ষেত্রে অভিজ্ঞতাকে কাজে লাগাতে হয়। সত্যি বলতে কী, ক্যাপ্টেন হিসেবে বাড়তি চাপ বুঝতে পারি না। বরং ব্যাপারটা উপভোগ করি।’
উল্লেখ্য, বৃহস্পতিবার শুরু হচ্ছে দলীপ ট্রফি। প্রথম ম্যাচে গিলের নেতৃত্বাধীন ভারতীয় এ দল খেলবে ভারতীয় বি দলের বিরুদ্ধে। বেঙ্গালুরুতে হবে চারদিনের ম্যাচটি। অন্য ম্যাচে অনন্তপুরে খেলবে ভারতীয় সি এবং ডি দল।
11d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আয় বৃদ্ধি ও গৃহসুখ বৃদ্ধি। কর্মস্থলে সাফল্য ও প্রশংসা লাভের সম্ভাবনা। শরীর-স্বাস্থ্য বুঝে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১০ টাকা৮৪.৮৪ টাকা
পাউন্ড১০৮.৬৪ টাকা১১২.১৯ টাকা
ইউরো৯১.৫৩ টাকা৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     September,   2024
দিন পঞ্জিকা