খেলা

তিরন্দাজিতে সোনা জয় হরবিন্দর সিংয়ের
 

প্যারিস: দিনের শুরুটা হয়েছিল রুপো দিয়ে। প্যারালিম্পিকসে শটপাটের এফ-১৬ ইভেন্টে দ্বিতীয় স্থানে শেষ করেছিলেন শচীন সারজেরাও খিলাড়ি। তবে বেলা গড়াতেই চলতি গেমসে পঞ্চম সোনা জয়ের স্বাদ পেল ভারত। পুরুষদের রিকার্ভ আর্চারির ব্যক্তিগত বিভাগে বাজিমাত করলেন ভারতের হরবিন্দর সিং। ফাইনালে পোল্যান্ডের লুকাস সিসজেককে ৬-০ ব্যবধানে উড়িয়ে দিলেন তিনি। উল্লেখ্য, প্রথম ভারতীয় হিসেবে তিরন্দাজিতে সোনা জয়ের ইতিহাস গড়লেন হরবিন্দর।
সোনা এল অ্যাথলেতিকসে। পুরুষদের ক্লাব থ্রো এফ-৫১ বিভাগে সেরা হলেন ভারতের ধরমবীর। ৩৪.৯২ মিটার দূরন্ত অতিক্রম করেন তিনি। একই বিভাগে রুপো জিতলেন প্রণব সুরমা। ৩৪.৫৯ মিটারে দ্বিতীয় স্থানে শেষ করলেন তিনি। সেই সঙ্গে চলতি প্যারা গেমসে ভারতের পদক সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪। ছাপিয়ে গেল চার বছর আগে টোকিওর ১৯টি পদক জয়ের রেকর্ড।
হরিয়ানার অজিত নগরের বাসিন্দা হরবিন্দর। মাত্র দেড় বছর বয়সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। চিকিৎসার জন্য ব্যবহৃত ইনজেকশনের পার্শ্বপ্রতিক্রিয়ার পায়ের কার্যকারিতা বিকল হয় তাঁর। চরম অনিশ্চয়তায় ভরা শৈশবের মধ্যেও লড়াই করতে ভোলেননি তিনি। ২০১২ লন্ডন প্যারালিম্পিকিস তাঁর মধ্যে বিরাট প্রভাব ফেলে। শুরু হয় তির-ধনুক হাতে লড়াই। ২০১৭ প্যারা তিরন্দাজি বিশ্বচ্যাম্পিয়নশিপে অভিষেকে সপ্তম স্থানে শেষ করেন তিনি। তবে পরের বছর জার্কাতা এশিয়ান প্যারা গেমসে জেতেন সোনা। ২০২০ টোকিতে প্যারাগেমসে তাঁর হাত ধরেই তিরন্দাজিতে প্রথম পদক জেতে ভারত। আর এবার সোনা জিতে ইতিহাসের পাতায় নাম লেখালেন। 
শচীন সারজেরা খিলাড়িকেও ছোটবেলা থেকেই নানা প্রতিকূলার মধ্যে দিয়ে যেতে হয়েছে। মায়ের আদরের স্পর্শ তাঁর ভাগ্যে বেশিদিন জোটেনি। মাতৃবিয়োগের যন্ত্রণা সামলে এগিয়ে চলার আগেই ফের দুর্যোগ। স্কুলে বাইসাইকেল দুর্ঘটনায় মারাত্মক জখম হয় হাত। চিকিৎসক জানিয়ে দেন সারিয়ে তোলা অসম্ভব। অস্ত্রোপচারে কোনওরকমে জীবন বাঁচে তাঁর। মুঠোমুঠো স্বপ্ন গুঁড়িয়ে যেতে দেখেও আত্মবিশ্বাস হারাননি তিনি। বরং জেদ আর আত্মপ্রত্যয় অবলম্বন করে জীবনের ভেলা ভাসিয়েছেন। বাকিটা ইতিহাস। বুধবার চলতি প্যারালিম্পিকসে শটপাটে রুপো জয়ের পর থেকেই শচীনকে নিয়ে দিনভর সোশ্যাল সাইটে চর্চা। মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকরের মতো তিনিও মহারাষ্ট্রের। ছত্রপতি শিবাজির মারাঠাভূমির আর এক কিংবদন্তি। সত্যিকারের ‘খিলাড়ি’। অন্যদিকে, পুরুষদের জ্যাভেলিন থ্রো বিভাগে টানটান লড়াইয়ে রুপো জেতেন ভারতের অজিত সিং। ৬৫.৬২ মিটার বর্শা ছোড়েন তিনি। সোনা জিতেছেন কিউবার ভারোনা গঞ্জালেজ (৬৬.১৪ মিটার)।
6d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হঠকারী সিদ্ধান্ত ও দাম্ভিক আচরণে শত্রু সংখ্যা বাড়বে। কাজকর্মে শুভ। অর্থাগম যোগ আছে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.০৪ টাকা১১১.৫৮ টাকা
ইউরো৯১.১৩ টাকা৯৪.৩৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা