খেলা

দায়িত্ব বেড়ে গেল, নেতৃত্ব প্রসঙ্গে সূর্য

মুম্বই: শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজে ভারতের অধিনায়ক নির্বাচিত হয়েছেন সূর্যকুমার যাদব। নতুন দায়িত্ব পেয়ে রীতিমতো অভিভূত তিনি। সংক্ষিপ্ততম ফরম্যাটের ‌অন্যতম সেরা ব্যাটার সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘সমর্থকদের থেকে প্রচুর অভিনন্দন বার্তা পাচ্ছি। সবাইকে ধন্যবাদ। সত্যি বলতে কী, দেশের প্রতিনিধিত্ব করাটাই আমার কাছে অত্যন্ত বড় গর্ব। তারপর দলকে নেতৃত্ব দেওয়াটা তো স্বপ্নের মতো। এই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। এটুকু বলতে পারি দায়িত্ব অনেক বাড়ল। সেটা দক্ষভাবে পালন করতে মুখিয়ে রয়েছি। সবাই পাশে থাকবেন। ঈশ্বরকে ধন্যবাদ।’
অনেকেই ভাবছিলেন, রোহিত শর্মার পর ভারতীয় টি-২০ দলের নেতৃত্বের ব্যাটন উঠবে হার্দিক পান্ডিয়ার হাতে। কারণ, হিটম্যানের অনুপস্থিতিতে অতীতে অধিনায়কত্ব করেছেন তারকা অলরাউন্ডার। তাছাড়া সদ্যসমাপ্ত বিশ্বকাপে সহ-অধিনায়ক ছিলেন তিনিই। কিন্তু নতুন কোচ গৌতম গম্ভীরের পরামর্শেই সূর্যকুমার যাদবকে নেতৃত্বভার তুলে দিয়েছে বিসিসিআই। বোর্ডের বক্তব্য, দলের মধ্যে হার্দিকের চেয়ে স্কাইয়ের গ্রহণযোগ্যতা বেশি। তাছাড়া হার্দিক খুবই চোটপ্রবণ। তাঁর শৃঙ্খলাবোধ নিয়েও প্রশ্ন রয়েছে। অবশ্য সূর্যকুমারের ক্যাপ্টেন্সির অভিজ্ঞতা কম। অতীতে তাঁর অধীনে ভারতীয় দল একবার সিরিজ জিতলেও শ্রীলঙ্কা সফর হতে চলেছে অ্যাসিড টেস্ট।
নতুন ভূমিকায় সূর্যকুমারকে নিয়ে আশাবাদী সতীর্থ অক্ষর প্যাটেল। বাঁ হাতি অলরাউন্ডার এক সাক্ষাত্কারে বলেন, ‘সূর্যের সঙ্গে আমি অনেকটা সময় কাটিয়েছি। ও খুবই প্রাণবন্ত। ড্রেসিং রুমে হাসি-ঠাট্টার মাধ্যমে পরিবেশ চনমনে করে রাখে। আমি নিশ্চিত, ওর নেতৃত্বে চাপমুক্তভাবে খেলবে টিম ইন্ডিয়া। সূর্য দক্ষভাবেই দলকে নেতৃত্ব দেবে।’ অক্ষরের সংযোজন, ‘সম্প্রতি সূর্যের নেতৃত্বে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলেছি। সেই অভিজ্ঞতা থেকেই বলছি, ও বোলারদের ক্যাপ্টেন। বোলারদের আত্মবিশ্বাস জোগানোর পাশাপাশি ফিল্ডিং সাজানোর ক্ষেত্রেও স্বাধীনতা দেয়।’ পাশাপাশি তিনি জানান, শুধুমাত্র একটা সফর দিয়ে যেন ক্যাপ্টেন সূর্যকুমারের দক্ষতা না মাপা হয়। তাঁর কথায়, ‘শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন সিরিজে আরও ভালোমতো জানা যাবে ওকে। তবে দক্ষতা প্রমাণের পর্যাপ্ত সময়ও দিতে হবে। একটা সফরের ভিত্তিতে ভালো বা খারাপ অধিনায়কের তকমা লাগিয়ে দেওয়াটা ঠিক হবে না।’
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মোন্নতি ও বিভাগীয় ক্ষেত্রে প্রশংসা লাভ। ব্যয় যোগ আছে। আত্মীয় সম্পর্কে বাধার যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা