খেলা

মেয়েকে দূরে সরিয়ে রাখার যন্ত্রণায় কাতর তিরন্দাজ, পদক জিতে দুঃখ ভুলতে চান দীপিকা

প্যারিস: সাতসকালেই পুনের আর্মি স্পোর্টস ইনস্টিটিউটে পৌঁছে গিয়েছিলেন তিরন্দাজ অতনু দাস। কোলে ১৯ মাসের কন্যা ভেদিকা। এই মুহূর্তের অপেক্ষাতেই ছিলেন দীপিকা কুমারী। মেয়েকে বুকে জড়িয়ে আদরে ভরিয়ে দিলেন মা। দেশের অন্যতম সেরা তিরন্দাজকে এতটা আবেগপ্রবণ হতে কখনও দেখেনি কেউ। হাতের মুঠোয় মেয়ে ভেদিকার কচি আঙুল। কিছুক্ষণের মধ্যে অশ্রুসজল চোখে ভেদিকাকে স্বামীর জিম্মায় রেখে ধনুক হাতে তুলে নেন দীপিকা। সামনেই যে ওলিম্পিকসের চ্যালেঞ্জ! এ এক অদ্ভুত টানাপোড়েন। নিজেকে কিছুটা সামলে দীপিকার মন্তব্য, ‘দুমড়ে যাচ্ছে হৃদয়। ভেদিকাকে ছাড়া এক মুহূর্ত কাটানো অসম্ভব। কিন্তু লক্ষ্যচ্যূত হলে চলবে না। ওলিম্পিকসে মনঃসংযোগ হারালেই মুশকিল। তাই বুকে পাথর রেখে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছি।’ কেরিয়ারের শেষ ওলিম্পিকসে পদক জয়ই দীপিকার চাঁদমারি। অধরা মাধুরী লাভের আশায় অক্লান্ত পরিশ্রম করছেন তিনি। চকচকে পদক মেয়ের গলায় পরিয়ে দিতে পারলে ষোলোকলা পূর্ণ হবে তারকা তিরন্দাজের।
২০২২ সালে কন্যাসন্তানের জন্ম দেন দীপিকা। অতনুর কথায়, ‘ফের ভারী ধনুক হাতে তোলা তখন কল্পনার অতীত। অনেকেই ভেবেছিলেন, দীপিকার রেঞ্জে ফেরা অসম্ভব। কিন্তু ও যে অন্য ধাতুতে গড়া!’ দীপিকার প্রত্যাবর্তনের কাহিনী চিত্রনাট্যকেও হার মানায়। অসম্ভব মানসিক জোর অবলম্বন করে ট্রেনিং শুরু দীপিকার। কিছুদিনের মধ্যে গোয়ায় জাতীয় গেমসে সোনাও জেতেন তিনি। এই সময় কোরিয়ার কিংবদন্তি কোচ কিম টাকের সংস্পর্শে আসেন তিনি। যেন সোনার কাঠির ছোঁয়ায় বদলে যায় সবকিছু। কিম টাকের টিপসে কাজ হয় ম্যাজিকের মতো। সাংহাই বিশ্বকাপে রুপো ছিনিয়ে নেন ভারতীয় তিরন্দজাজ। এটাই টার্নিং পয়েন্ট। ওলিম্পিকসের যোগ্যতামান পর্ব পেরিয়ে প্যারিসের টিকিট পাওয়া যেন রুপোলি পর্দার গল্প।
চার বছর আগে টোকিওয় কোয়ার্টার ফাইনালে পৌঁছেও স্বপ্নপূরণ হয়নি দীপিকার। ট্রফি ক্যাবিনেটে অসংখ্য মণিমুক্তো থাকলেও নেই ওলিম্পিকস পদক। ফ্রান্সের রাজধানী তাঁর পছন্দের মৃগয়াক্ষেত্র। আইফেল টাওয়ারের শহর বরাবরই হাত উপুড় করে দিয়েছে তাঁকে। ২০২১ বিশ্বকাপে সোনা জয়ের হ্যাটট্রিকও এই প্যারিসে। দ্য গ্রেটেস্ট শো অন আর্থের আগে ৩০ বছর বয়সি তিরন্দাজের আত্মবিশ্বাসী মন্তব্য, ‘ফিরে তাকাতে চাই না। অহেতুক টেনশন করে চাপ বাড়ানো নিষ্প্রয়োজন। শুধু ইভেন্টের কয়েকটা ঘণ্টা নিজেকে উজাড় করে দিতে হবে। এই আমার সংকল্প।’
দীপিকা ছাড়াও তিরন্দাজিতে দেশকে স্বপ্ন দেখাচ্ছেন ধীরাজ বোম্মাদেভরা। থিঙ্কট্যাঙ্ক আশাবাদী, এই দু’জন ছন্দে থাকলে মিক্সড ইভেন্টে পদকের স্বপ্ন দেখাই যায়। এক্ষেত্রে দীপিকার ছোট্ট মন্তব্য, ‘ধীরাজ দুরন্ত ফর্মে রয়েছে। তাই সাফল্যের আশায় রয়েছি আমিও।’
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মোন্নতি ও বিভাগীয় ক্ষেত্রে প্রশংসা লাভ। ব্যয় যোগ আছে। আত্মীয় সম্পর্কে বাধার যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা