খেলা

ওয়েস্ট ইন্ডিজের বিদায়, শেষ চারে প্রোটিয়ারা

নর্থ সাউন্ড: টি-২০ বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায় নিল অন্যতম আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। সোমবার ২ নম্বর গ্রুপে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস নিয়মে তাদের ৩ উইকেটে হারাল দক্ষিণ আফ্রিকা। সেই সঙ্গে গ্রুপের একনম্বর দল হিসেবে সেমি-ফাইনালে উঠল প্রোটিয়ারা। দ্বিতীয় দল হিসেবে ইংল্যান্ড অবশ্য আগেই শেষ চারের টিকিট নিশ্চিত করেছিল।
প্রথমে ব্যাট করে আট উইকেটে ১৩৫ তুলেছিল ক্যারিবিয়ানরা। রোস্টন চেস (৫২) ও কাইল মেয়ার্স (৩৫) ছাড়া কেউই ব্যাট হাতে ভরসা দিতে পারেননি। দক্ষিণ আফ্রিকার সফলতম বোলার তাবরেজ শামসি। ২৭ রানে তিন উইকেট নেন তিনি। ম্যাচের সেরাও শামসি। জবাবে রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা যখন দুই ওভারে ১৫-২, তখন বৃষ্টি নামে। খেলা শুরুর সময় পরিবর্তিত সমীকরণ দাঁড়ায় ১৭ ওভারে ১২৩। টানটান উত্তেজনার মধ্যে ১৬.১ ওভারে লক্ষ্যে পৌঁছয় দক্ষিণ আফ্রিকা (১২৪-৭)। ট্রিস্টান স্টাবস (২৯), হেনরিখ ক্লাসেন (২২), মার্কো জানসেন (অপরাজিত ২১) রান পান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে বল হাতে সাফল্য পান রোস্টন চেস (৩-১২), আন্দ্রে রাসেল (২-১৯), আলজারি জোসেফ (২-২৫)।
ম্যাচ শেষে ক্যারিবিয়ান অধিনায়ক রভম্যান পাওয়েল বলেছেন, ‘আমরা প্রাণপণ চেষ্টা করেছি জেতার জন্য। লড়াই চালিয়েছি শেষ মুহূর্ত পর্যন্ত। কিন্তু শেষরক্ষা হল না। তবে এটাই সান্ত্বনা যে, গোটা টুর্নামেন্টে আমরা উপভোগ্য ক্রিকেট উপহার দিয়েছি।’ দক্ষিণ আফ্রিকার অধিনায়ক আইডেন মার্করাম বলেন, ‘সেমি-ফাইনালে উঠতে পেরে স্বস্তি পেলাম। আরও দাপটে জিততে পারলে ভালো হতো। শেষ চারে সামনে যে দলই পড়ুক, আমরা সেরাটা মেলে ধরার চেষ্টা করব। এই আসরে এখনও আমরা সেই উচ্চতায় পৌঁছতে পারিনি।’
3Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ছোট ও মাঝারি ব্যবসার প্রসার ও বিক্রয় বৃদ্ধি। অর্থাগম ক্রমশ বাড়বে। মানসিক অস্থিরতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা