বিনোদন

‘সিনেমা, নাটক পুশ করে হিট করানো যায় না’

একদিকে নাট্যমঞ্চে ‘বিনোদিনী অপেরা’র সাফল্য। অন্যদিকে অভিনয় শেখানো এবং কাস্টিংয়ের কাজ। দু’দিক সামলানোর অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।

সুদীপ্তা ‘বিনোদিনী’ চক্রবর্তী, এটাই এখন আপনার নাম তো?
(হা হা হা) সত্যি বলতে নাট্যমঞ্চে এতটা সাফল্য আমার কেরিয়ারে প্রথম। এর আগে আমি ‘সদাগরের নৌকা’, ‘বিকেলে ভোরের সর্ষে ফুল’ করেছি। সেগুলোও হাউজফুল হতো। কিন্তু ‘বিনোদিনী অপেরা’ যে লাগাতার হাউজফুল হচ্ছে, এটা ভালো লাগছে। 

এই সাফল্যের কারণ খুঁজেছেন?
‘নটী বিনোদিনী’ নামটার সঙ্গে একটা প্রজন্ম পর্যন্ত মানুষের পরিচয় রয়েছে। একটা অদ্ভুত ধোঁয়াশা, রহস্যে ঘেরা বিনোদিনীর জীবন। এই নামটা শুনলেই আমাদের আগের বা তার আগের প্রজন্মের মানুষ আকর্ষণ বোধ করছেন যে, গিয়ে দেখি কী হচ্ছে। নতুন প্রজন্ম, যাঁরা হয়তো বিনোদিনীকে নিয়ে অতটা পড়াশোনা করেননি, তাঁদের কাছে হয়তো বা আকর্ষণের কারণ সুদীপ্তাকে মঞ্চে দেখব। শুরুর দিকে এই দুটো ফ্যাক্টর কাজ করেছে। তারপর দর্শকের মুখে মুখে প্রচার হয়েছে। আসলে পুশ করে হিট করানো যায় না। দর্শক বেরিয়ে যদি ভাবেন, আমি আবার দেখব, তাহলে সেই কাজ জনপ্রিয়। 

আজকের দিনে থিয়েটারকর্মীদের আর্থিক পরিস্থিতি কেমন?
শুধু থিয়েটার করে সংসার চালানো যায় না। কারণ পেশাদার থিয়েটার তো বন্ধ হয়ে গিয়েছে। পেশাদার থিয়েটার যখন ছিল, সেখানে মঞ্চে অভিনয় করেই বহু শিল্পী সংসার চালিয়েছেন। তাঁরা সব মাস মাইনের অভিনেতা ছিলেন। উত্তমকুমারও সেখানে অভিনয় করতেন। কিন্তু সেই সুযোগ এখন আর নেই। 

থিয়েটার আর্কাইভ করে রাখার প্রয়োজনীয়তা অনুভব করেন?
থিয়েটার লাইভ ইভেন্ট। তার মজা তো ফোনে বা টিভিতে দেখে পাওয়া যাবে না। তবে পুরনো প্রোডাকশনগুলো আর্কাইভ করা দরকার। চলতি প্রোডাকশন ডিজিটাইজ করে বাজারে ছাড়া মানে দর্শকদের ওই স্বাদে বঞ্চিত করা হল। থিয়েটারে চরিত্রের কান্নার আওয়াজ দর্শক শুনতে পাচ্ছেন। দর্শকের কান্নার আওয়াজ অভিনেতা শুনতে পাচ্ছেন। এটার অন্য মজা। এটা স্ক্রিনে হয় না। তবে মনোজ মিত্রকে মঞ্চে এই প্রজন্ম তো দেখল না। লালদাদা (সুমন মুখোপাধ্যায়) আর সুরঞ্জনাদির (দাশগুপ্ত) ‘মাধব মালঞ্চী কইন্যা’- এই প্রজন্ম দেখল না। এগুলো রেকর্ড করা থাকলে, নতুন প্রজন্ম দেখত, তাহলে মন্দ হতো না।

বাংলা সিনেমা বর্তমানে সার্বিক ভাবে না চলার কারণ কী? 
সিঙ্গল স্ক্রিনই তো আর নেই। কোথায় চালাবে সিনেমা? দেখুন, এখন পুরো দুনিয়াটা হাতের মুঠোয় চলে এসছে। আমরা চারদিকে ভালো মানের কাজ দেখছি। আমরা ১০০ টাকার বিরিয়ানি খেলাম। আমার কাছে আছে ১০টাকা। আমি ১০০ টাকার বিরিয়ানিটাই তৈরি করার চেষ্টা করছি। কেন? আমরা এই বোকামিটা কেন করছি? আমি তো জানি মানের দিক থেকে ১০০ টাকার বিরিয়ানিতে পৌঁছাতে পারব না। আর দর্শক ১০০ টাকার বিরিয়ানির স্বাদ বুঝে গিয়েছেন। আমি ১০ টাকার মুড়িমাখা বানাই। ১০ টাকার খাবারটা বারবার বানিয়ে দর্শককে আগে তো হলমুখী করি। তাঁরাই বলবেন ছবি ভালো হচ্ছে। তখন প্রযোজক টাকা লগ্নি করবেন। আমরা এখন নির্লজ্জের মতো ওটিটির সত্ত্ব বিক্রি হয়ে গেলে বলি ছবি হিট। কারণ ওটিটি থেকে টাকা ফেরত পেয়েছি। এটাকে হিট বলে না। সিনেমা হলে চলুক। তবে তো হিট।

এখন সোশ্যাল মিডিয়ার ফলোয়ারের ভিত্তিতে নাকি কাস্টিং হয়?
হুম, হয়। মুম্বইতে তো আগে অভিনেতার সোশ্যাল মিডিয়া লিঙ্ক চাওয়া হয়। এটা দুঃখের। কিন্তু এটাই সত্যি। আমি গত এক বছর ধরে মুম্বইয়ের প্রচুর কাস্টিংয়ের কাজ করেছি। অভিজ্ঞতায় দেখেছি, এটা এখন হচ্ছে। তবে এটা সাময়িক ট্রেন্ড। এটা চিরস্থায়ী বন্দোবস্ত হতে পারে না। 
স্বরলিপি ভট্টাচার্য
24d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে কিছুটা শুভ। খেলাধূলায় বিশেষ নৈপুণ্য প্রদর্শন। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭০ টাকা৮৪.৪৪ টাকা
পাউন্ড১০৩.৮৪ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৮০ টাকা৯০.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা